এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ১ বছর ৯ মাস ধরে জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই একই মামলায় ইডির হাতে গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল সোনা, টাকার পাহাড়। এতকিছুর পরেও এতদিন অর্পিতার বিষয়ে মুখে কুলুপ এঁটেইছিলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী। তবে এবার ‘বান্ধবী’ অর্পিতাকে নিয়ে প্রথমবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে তাঁর আইনজীবী দাবি করেন, “অর্পিতার সঙ্গে পরিচয় ছিল। কিন্তু তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা আমার নয়।” যদিও প্রথমদিকে পার্থ ইডি-র জেরায় দাবি করেছিলেন যে তিনি অর্পিতাকে চেনেন না। তবে এদিন আদালতে সেই বিবৃতি ১৮০ ডিগ্রি ঘুরে গেল। এদিন হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে জামিনের আবেদন করা হয়। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মেলেনি পার্থ চট্টোপাধ্যায়ের। ২০২২-এর জুলাইতে পার্থ চট্টপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি। তারপরই তাঁদের একের পর এক সম্পত্তির খতিয়ান সামনে আসতে থাকে। যা দেখে চোখ কপালে ওঠে সবার। এর আগে বহুবার ভার্চুয়াল শুনানি চলাকালীন পার্থ অর্পিতার খুনসুটির দৃশ্য ধরা পড়েছে সকলের চোখে। তবে এতদিন অর্পিতাকে নিয়ে আদালতে একটা কথা ও খরচ করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে অবশেষে নিস্তব্ধতা ভেঙে অর্পিতার ওপরে দায় ঠেললেন পার্থ।
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের গঠন হয়েছিল নতুন অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে সমর্থন জানিয়েছিল বৈষম বিরোধী ছাত্র নেতারা তিনজন সমন্বয়ক...
Read more
Discussion about this post