ফের বিতর্কের কেন্দ্রে কুণাল ঘোষ। বুধবার কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল তার দল। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে উত্তর কলকাতায় এক রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ, সদ্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করা তাপস রায়, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। সেই মঞ্চে তাপস রায়ের ঘোষী প্রশংসা করতে শোনা যায় কুনাল ঘোষকে। তাপস রায়কে দরাজ সার্টিফিকেট দিতেও শোনা যায় তাঁকে।
রক্তদান শিবিরের মঞ্চ থেকে কুণাল ঘোষ বলেন, ‘তাপস রায় আমার প্রিয় কিন্তু এখন অন্য দলে’। তাপস রায় ভালো লোক, দক্ষ সংগঠক। কী করে তাঁকে খারাপ লোক বলব? অন্য দলে গেছেন বলে খারাপ বলতে পারব না’। এই পর্যন্ত ঠিক ছিল। আসল টুইস্ট শুরু হয় এরপর থেকে। তাপসের প্রশংসা শেষে ফের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে কুনাল বলেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন ব্লাড ডোনেশন শিবিরে ডাকা হল না তাঁর ভাবা উচিত। এগুলোতে ইনভিটেশন পেতে গেলে সারা বছর জনসংযোগ রাখতে হয়।’ কুনালের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দল থেকে নির্দেশিকা জারি করে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে উত্তর কলকাতার বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক তাপস রায়। একাধিকবার তাপস রায়ের মানভঞ্জন করতে তার বাড়ি গিয়েছিলেন কুনাল ঘোষ। তার সঙ্গে ছিলেন ব্রাত্য বসুও। তাপস রায়কে দলে ফেরাতে দীর্ঘ বৈঠক করেন তিনি। সেই বৈঠক থেকে বোঝা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুনাল ঘোষেরও বেশ খানিকটা রাগ রয়েছে ভেতরে ভেতরে। অবশেষে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উত্তর কলকাতার বাড়িতে চা ফিস ফ্রাই খেয়ে নিজের রাগ ভেঙেছিলেন কুনাল ঘোষ। যদিও তার আগে দলের মুখপাত্রর পদ থেকে কুণাল ঘোষকে সরিয়েছিল দেওয়া হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে। সম্প্রতি দলের নীতির বিরুদ্ধে গিয়ে বেশ কয়েকবার মন্তব্য করে বিপাকে জড়িয়েছিলেন তিনি।
Discussion about this post