গরমের ছুটিতে উত্তরবঙ্গে ঘুরতে যাবেন বলে ভাবছেন? কিন্তু খুঁজেও পাচ্ছেন না ট্রেনের টিকিট? তবে মন খারাপ করে বসে থাকতে হবে না। সুখবর দিল উত্তর পূর্ব সীমান্ত রেল। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে সাত জোড়া স্পেশাল ট্রেন। ফলে অতিরিক্ত বার্থ তৈরি হওয়ায় উত্তরবঙ্গের যাওয়া-আসার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন রেলকর্তারা।
উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, গ্রীষ্ণকালীন ছুটির সময় পাহাড়ে পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ১৫ মে থেকে জুন মাসের ২৬ তারিখ পর্যন্ত প্রতি বুধবার চলবে একটি স্পেশাল ট্রেন। জানা যাচ্ছে, হাওড়া-এনজেপির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস বুধবার চলাচল করে না। ওই রেকটি ব্যবহার করা হবে স্পেশাল ট্রেন হিসেবে। ফলে স্পেশাল ট্রেনের ভাড়া দিয়েই যাত্রীরা ভ্রমণ করতে পারবেন বন্দে ভারত ট্রেনসেটে। এটা একটা বাড়তি পাওনা। উল্লেখ্য, ১৫টি বাতানুকুল চেয়ার কার থাকছে ওই স্পেশাল ট্রেনে।
উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে হাওড়া-এনজেপি বন্দে ভারতের সময়েই চলাচল করবে স্পেশাল ট্রেনটি। অর্থাৎ ১৫ মে থেকে ২৬ জুনের মধ্যে প্রতি বুধবার ট্রেনটি সকাল ৫টা ৫৫ মিনিটে হাওড়া ছাড়বে এবং এনজেপি পৌঁছবে দুপুর ১টা ২৫ মিনিটে। সেই দিনই স্পেশাল ট্রেনটি দুপুর ৩টেয় এনজেপি ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। পথে দাঁড়াবে বোলপুর, মালদা টাউন এবং বারসোই স্টেশনে। গরমের ছুটি পড়লেই উত্তরবঙ্গের ট্রেনগুলিতে ঠাঁইনাড়া অবস্থা হয়। এবার আগে থেকেই ব্যবস্থা নিল রেল কর্তৃপক্ষ। ফলে টিকিটের চিন্তা ছাড়ুন, কোথায় যাবেন সেই প্লান করুন।
ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যে কোন্দলের মাঝেই এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। প্রতারণার অভিযোগ...
Read more
Discussion about this post