বিজেপি করা অপরাধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায়। জানা যায়, অভিযোগকারী মাধব চন্দ্র বড়ুয়া তৃণমূলের প্রাক্তণ সমর্থক। অভিযোগকারীর দাবি, তিনি গত ১১ বছর আগে রাস্তা সহ বসত জায়গা কিনে বসবাস করতে থাকেন।এমনকি দলিলেও তা উল্লেখ রয়েছ। বছর ছয়েক আগে শাসক দলকে ভোট দিয়ে সমর্থন না করায়, তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া অভিযোগ তোলেন মাধব চন্দ্র বড়ুয়া।
তারপর থেকেই চরম হেনস্থার শিকার হন বলেও অভিযোগ করেন তিনি। তবে এখানেই শেষ নয়, বর্ষাকালে রাস্তার হাল হয় অত্যন্ত বেহাল। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, এই রাস্তা তাঁরই, তাই তিনি এই পথ দিয়ে যেতে দিচ্ছে না বলে পাল্টা দাবি স্থানীয় তৃণমূল কর্মী শ্রীকান্ত দাসের। অন্যদিকে এ প্রসঙ্গে, তৃণমূলের বুথ সভাপতি প্রদীপ ঘোষ দলীয় কর্মী শ্রীকান্ত দাসের কথার সমর্থন করে একই কথার পুনরাবৃত্তি করেন। ঘটনা ঘিরে চাপা উত্তেজনা এলাকায়।।
Discussion about this post