বৃহস্পতিবার নমিনেশন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। সাধারণের পাশে দাঁড়ানোটাই যে তাঁর রাজনীতিতে আসার মূল লক্ষ্য তা আরো একবার প্রমাণ করে দিলেন দেব। তাই তো মনোনয়ন জমা দেওয়ার আগে একদিকে যেমন রক্তদান করলেন, তেমনিই প্রতিশ্রুতি দিলেন এবারে যত ভোট পাবেন, ততগুলো গাছ লাগাবেন ঘাটাল কেন্দ্রে। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়া আগে সকালে নিজের কেন্দ্রে রক্তদান করেন। তারপর যান মনোনয়ন অফিসে। নিজের মনোনয়নপত্র জমা দিয়ে দেব জানান, ”মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি। এই গরমে ব্লাড ব্যাঙ্কের পরিস্থিতি বেশ খারাপ। প্রচুর রক্তর প্রয়োজন রয়েছে। প্রতিদিন কারও না কারও রক্তর প্রয়োজন হয়েছে। মানুষ সেবাই পরম ধর্ম। রক্ত ঝরাবেন না, রক্তদান করুন। রক্তদান মানেই জীবনদান। ” এরপরই গরমের সঙ্গে লড়ার দাওয়াই দিলেন দেব। তা হল গাছ। দেবের কথায়, গরম কমানোর একটাই সমাধান, গাছ লাগাতে হবে। দেব জানান, ”রেকর্ড গরম পড়েছে। গত কয়েক বছরে এত গরম পড়েনি এপ্রিল মাসে। তাই আমি উদ্যোগ নিয়েছি। এই ঘাটাল কেন্দ্রে আমি যত ভোট পাব ততগুলো গাছ লাগাবো। যদি আমি ৯ লক্ষ ভোট পাই, তাহলে এই কেন্দ্রে ৯ লক্ষ গাছ লাগাব।” শুধু তাই নয়, বিরোধী দলকেও গাছ লাগানোর অনুরোধ করলেন দেব।
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post