পাম্প চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছিল দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার পুলিশ। অভিযোগ, লকআপে দুই অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করা হয়। মারধরের জেরে অসুস্থ হয়ে যায় কুরবান শেখ নামে এক যুবক। চিকিৎসার জন্য তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গোটা ঘটনায় তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে রবীন্দ্রনগর থানা ঘেরাও করে। অস্থায়ী পুলিশ ব্যারাকে চড়াও হয়ে বিক্ষোভকারীরা ভাঙচুর চালায়। ভেঙে দেওয়া হয় অস্থায়ী ব্যারাকের কাচের জানলা ও দরজা।
রাজ্যের একাধিক জায়গায় পুলিশ লক আপে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। ফের একবার সামনে এলো পুলিশ হেফাজতে অভিযুক্তের মৃত্যুর খবর। তবে অসুস্থ দুই যুবকের মধ্যে একজনের মৃত্যু হলেও পুলিশের তরফে মৃত্যুর খবর স্বীকার করা হয়নি।
Discussion about this post