এতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়ুয়াদের চেঁচামেচি শুনেছেন। মারামারিও দেখেছেন। তবে স্কুলে প্রিন্সিপাল-শিক্ষিকার চুলোচুলি দেখেছেন? সম্প্রতি আগ্রার একটি স্কুলে চুলোচুলি বাঁধল শিক্ষিকা ও প্রিন্সিপালের। দুজনেই দুজনের চুলের মুঠি ধরে একে অপরকে মারলেন। এমনকী প্রিন্সিপালকে শিক্ষিকার চোখে খিমচি দিতেও দেখা যায়। ঘটনাটি আগ্রার একটি প্রাথমিক স্কুলে। মূলত দেরি করে স্কুলে আসা নিয়েই বচসা বাঁধে। সেই বচসা গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। সোশ্যাল মিডিয়ায় এই মারপিটের ভিডিয়ো আগুনের মত ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, স্কুলে ঢোকার সময় ছিল সকাল ৯টা। কিন্তু ১০টা বাজার পর স্কুলে এসেছিলেন এই শিক্ষিকা। দেরি করে স্কুলে আসায় শিক্ষিকাকে ধমক দিতে দেন প্রিন্সিপাল। শিক্ষিকা প্রিন্সিপালকে বলেন, তিনি বিগত চারদিন ধরে দেরিতে আসছেন। সেখান থেকেই বচসা তারপর চরম পর্যায়ে গালিগালাজ এরপর হাতাহাতি। স্টাফরুমে উপস্থিত বাকি শিক্ষক, শিক্ষিকারা তাদের আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। শিক্ষিকা ও প্রিন্সিপাল দুজনেই পুলিশের কাছে একে অপরের নামে অভিযোগ করেছেন। তবে কোনও এফআইআর দায়ের করা হয়নি।
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post