জল মজুদ রাখতে কলের সামনে হুড়োহুড়ি স্থানীয়দের
বেশ কয়েক বছর যাবৎ শহরে জলকষ্ট অব্যাহতই রয়েছে। তারমধ্যে সিকিমের হড়পাবানের জেরে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এদিকে পলি মাটিও জমে গিয়েছে নদী সহ লিঙ্ক ক্যানালে। সামনে বর্ষার আগেই বাঁধ মেরামতের পাশাপাশি পলিও পরিষ্কার করার কাজ শুরু হয়েছে এলাকায়। তাই এলাকায় পানীয় জল সরবরাহের জন্য তিস্তা থেকে জল তোলা সম্ভব নয়। যদিও মহানন্দার জল দিয়ে সম্পূর্ণভাবে পানীয় জল সরবরাহ সম্ভব। যেহেতু তিস্তায় বাঁধ সংস্কার ও পলি পরিষ্কারের কাজ চলছে, এই পরিস্থিতিতে পানীয় জল সরবরাহ নিয়ে আগাম সতর্কে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে শিলিগুড়ি পৌর নিগম এলাকায়। মাইকিং ও মেয়রের সাংবাদিক বৈঠকের পর থেকেই শহর জুড়ে শুরু হয়েছে জলের কৃত্রিম সঙ্কট।
মাইকিং এর মাধ্যমেই পুর নিগমের তরফে আগাম সতর্ক বার্তার পাশাপাশি এলাকায় জল সমস্যার জন্য চালু করা হয়েছে কন্ট্রোল রুম। আর এরপর থেকেই পানীয় জলের সংকট নিয়ে চাঞ্চল্য এলাকায়। সেই সঙ্গে বাড়িতে আগে থেকে পানীয় জল মজুত রাখার জন্য সারারাত ধরে এলাকায় পানীয় জলের কলের সামনে বালতি, গামলা নিয়ে হুড়োহুড়ি স্থানীয়দের।
শিলিগুড়ি থেকে রণজিৎ বোসের রিপোর্ট…
Discussion about this post