সোমবার থেকে জরুরি মেরামতির জন্য ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখা হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা চলবে কাজ। এই পরিস্থিতিতে শিলিগুড়ি থেকে কালিম্পং, দার্জিলিং বা গ্যাংটক যেতে ঘুরতে হচ্ছে অনেকটা পথ। আর এই সুযোগে এই পথে গাড়ির ভাড়া বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফলে মাথায় হাত পর্যটকদের।
অসহ্য গরমে হাঁসফাঁস সমতল। কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই মনোরম আবহাওয়া পাহাড়ে। ফলে দার্জিলিং-সহ গ্যাংটকে পর্যটকদের ভিড় বাড়ছে হু হু করে। এই আবহে আবার সংস্কারের জন্য তিনদিন বন্ধ রাখা হচ্ছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। মূলত রবিঝোড়া থেকে ২৯ মাইল পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেই কারণে দুর্ভোগে পড়ছেন দার্জিলিংগামী পর্যটকরা। গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ থাকার সুযোগ কাজে লাগাচ্ছেন গাড়ি চালকরা। ১০ নম্বর জাতীয় সড়কের এই অংশ বন্ধ থাকার ফলে আপাতত দার্জিলিং-গ্যাংটকগামী গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে গরুবাথান-আলাগাড়া হয়ে। আর এই সুযোগেই গাড়ি চালকরা ভাড়া হাঁকছেন প্রায় দ্বিগুণ, কখনও তার বেশি।
এপ্রিল মে মাসে পাহাড়ে ভরা পর্যটন মরশুম। এই সময় দার্জিলিং, কালিম্পং বা সিকিমের বহু পর্যটন কেন্দ্রের হোটেলগুলি ৮০-৯০ শতাংশ ভর্তি থাকে। এদিকে সোম, মঙ্গল ও বুধবার ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় দার্জিলিংগামী গাড়ির ভাড়া বেড়েছে দ্বিগুণ। পর্যটকদের দাবি, চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া চাইছেন চালকরা। গ্যাংটকের ক্ষেত্রে সেটা আরও বেশি। অপরদিকে গাড়ি চালকদের দাবি, গরুবাথান হয়ে ঘুরে যেতে তেল বেশি লাগছে। তাই বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হচ্ছে।
Discussion about this post