রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আইসিডিএস সেন্টারগুলির বেহাল দশার ছবি ধরা পড়েছে। সরকারি স্কুল গুলির মিড ডে মিলের মানও যথেষ্ট নিম্ন তা চোখে পড়েছে সবারই। বেশির ভাগ সময় দেখা গিয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে। খোলা আকাশের নিচে চলছে পঠন-পাঠন, আবার কখনও খাবারে মিলছে টিকটিকি। এবার খোলা আকাশের নিচে চলছে শিশু ও গর্ভবতীদের জন্য রান্না। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফরিদপুর আইসিডিএস সেন্টারের। আমরা জানি, শিশু ও তার মায়েদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি তৈরি করা হয়। কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সেই ছবিটাই উল্টো।
তবে আজ কথা বলব বারুইপুরের এই অঙ্গনওয়াড়ি স্কুলের বিষয়ে। এই আইসিডিএস স্কুলে ঢোকার সময় মনে হতেই পারে এটা কোন শাসক দলের পার্টি অফিস। কারণ আইসিডিএস সেন্টারের নামের পাশেই জ্বলজ্বল করছে শাসক দলের জোড়া ফুলের প্রতীক চিহ্ন। ভিতরে দুটি ঘর রয়েছে। যেখানে পাখা থাকলেও নেই কোন আলোর ব্যবস্থা। তাই ঘরের ভিতরটা প্রায় অন্ধকার বললেই চলে। অন্যদিকে আইসিডিএস সেন্টারের রান্নাঘরে উনুন থাকলেও চাল নেই। তাই খোলা আকাশের নিচেই রান্না করতে হয় আইসিডিএস কর্মীদের। ফলে রান্নার সময় খাবারের মধ্যে বিষাক্ত কিছু পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দীর্ঘ ৬ মাস ধরে খোলা আকাশের নিচেই চলছে পঠন পাঠন ও রান্নাবান্না। স্থানীয় সদস্য থেকে পঞ্চায়েতে জানিয়েও হয়নি কোন সুরাহা।
পাথর বোঝাই লরি উল্টে পাথর চাপা পড়ে মৃত্যু হলো এক আদিবাসী বালকের। ঘটনায় ব্যাপক উত্তেজনার এলাকায়, উত্তেজিত জনতা ভাঙচুর চালায়...
Read more
Discussion about this post