শনিবার আসানসোলের কুলটির তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সেখান থেকে দাবি করেন, বিজেপি ফের কেন্দ্রের ক্ষমতায় এলে বাড়বে গ্যাসের দাম। মুখ্যমন্ত্রীর কথায়, “বিজেপি আবার ক্ষমতায় এলে ভোট মিটে গেলেই গ্যাসের দাম বৃদ্ধি করবে। বলে গেলাম। মিলিয়ে নেবেন। এটা কোনও অভিযোগ নয়, এটা প্রমাণিত সত্য। কারণ, আমরা যা বলি তাই করি। আমরা যা দেব বলি তাই দিই। বিজেপি তা করে না। ওরা মুখে বলে এক, আর কাজে করে অন্য।” একেবারে কটাক্ষের সুরে বলেন, “ওহে নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।” মমতার সংযোজন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন, বাংলায় তৃণমূলের জন্য নাকি উন্নয়ন থেমে গিয়েছে। ভারতের জিডিপি ৮.৮৭ শতাংশ। বাংলায় ১১.৮৪ শতাংশ। আপনি আগে পদত্যাগ করুন। তারপর এ সব বলুন। গতবারের মতো এবারেও উনি এখানে টাকা ছড়িয়ে ভোটে জিততে চাইছেন। তবে ভোটে জেতার পর এলাকার মানুষ পাঁচ বছর ওনাকে আর দেখতে পাননি। টাকা দিতে এলেই আগে ১৫ লক্ষ চাইবেন। রানিগঞ্জে যে কোনও সময় বিপদ হতে পারে। বড় ধরনের ধস নামতে পারে। বিপদ হলে ইসিএল, কোল ইন্ডিয়া এবং বিজেপি নেতাদের কা্উকে আমি ছাড়ব না।”
কিছুদিন আগেই সলমন খান হুমকি পেয়েছেন। এমনকি হুমকি পেয়েছেন কিং খানও। এইবার সেই তালিকায় উঠে এল আরও এক বলিউড তারকা।...
Read more
Discussion about this post