ভোট এলেই নেতারা আশ্বাস দেন এবার মিটবেই ভোট দেওয়ার সমস্যা কিন্তু নির্বাচন মিটে গেলেই সেই আশ্বাস উধাও হয়ে যায়। সাধারণ মানুষকে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ছুটতে হয় কয়েক কিলোমিটার দূর ভোটকেন্দ্রে।এলাকা থেকে ভোট কেন্দ্রের দূরত্ব তিন কিলোমিটারও বেশি আর তাই এবার সেই সংক্রান্ত সমস্যা না মিটলে ভোট বয়কটের ডাক দিল গোটা গ্রাম। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌরার সীতারামচক এলাকার। স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে দুটি ভোট কেন্দ্র তাদের এলাকায় রয়েছে তা তাদের গ্রাম থেকে বহু দূরে প্রতিবারই বাড়ি থেকে কয়েক কিলোমিটার গিয়ে ভোট দিতে হয়। প্রখর রৌদ্রের মধ্যে বাড়ির বয়স্ক অসুস্থ লোকেদেরকেও নিয়ে যেতে হয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য। গ্রামে যথেষ্ট সংখ্যক লোক থাকলেও কাছাকাছি কোন বুথ আজ পর্যন্ত হয়নি। এদিকে আবার দূরত্বের কারণে ভোট দিতে অনীহা দেখালে নেতাদের লালচক্ষু অপেক্ষা করে থাকে তাদের জন্য হলে উভয় সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন গোটা একটি গ্রাম। আর যার কারণেই বাধ্য হয়ে এবার ভোট বয়কটের ডাক দিল দাসপুর থানার এই গ্রামের সমস্ত মানুষজন।
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post