বাঁকুড়া : কৃষ্ণমোহিনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠের ঘটনা স্কুলের সীমানা প্রাচীর তৈরীতে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ। বাঁকুড়ার রাইপুরে কৃষ্ণমোহিনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠে সীমানা প্রাচীর নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। লোকসভা ভোটের আগে এই নিয়ে সুর চড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বও।বাঁকুড়ার রাইপুরের কৃষ্ণমোহিনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠ। গত ৮ এপ্রিল এই স্কুল চত্বরে নির্বাচনী জনসভা করে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে স্কুলের একটি সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয়দের অভিযোগ, ওই প্রাচীর তৈরিতে বেনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। অভিযোগ, প্রাচীর তৈরির সময় ফাটল দেখা যায়, শুধু তাই নয় প্রাচীরের কিছুটা অংশ একদিকে হেলে যায়। সরকারি নিয়ম অনুযায়ী রড, সিমেন্ট ব্যবহার করা হয়নি বলে দাবি স্থানীয়দের । বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের নজরে আনেন স্থানীয়রা। সূত্রের খবর, প্রধান শিক্ষক গোটা বিষয়টি বিডিওকে জানানোর পর বিডিও অফিসার ঘটনাস্থলে পৌঁছে নির্মীয়মাণ প্রাচীর ভেঙে ফেলার নির্দেশ দেন। অন্যদিকে লোকসভা ভোটের আগে বিষয়টি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বও। এই কাজ থেকে জেলা প্রশাসন ও তৃণমূল নেতারা কাটমানি নিয়েছেন বলে দাবি বিজেপির।স্থানীয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শান্তিনাথ মণ্ডলের দাবি, দুর্নীতির সঙ্গে কোনওরকম আপোষ নয়। প্রশাসন আইন অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান তিনি। একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। বাঁকুড়ায় স্কুলের সীমানা প্রাচীরেও অনিয়ম ও কাটমানির অভিযোগ ওঠায় নতুন করে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। লোকসভা ভোটের আগে দুর্নীতি ইস্যুতে জোড়াফুল শিবিরকে আরও একবার বিঁধতে ছাড়ছে না গেরুয়া শিবির।
শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনা। গুলির লড়াইয়ে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। এই ঘটনা নিয়ে ভারতের সীমান্ত...
Read more
Discussion about this post