লাঠি হাতে প্রাতর্ভ্রমণে বেরোলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। দিলীপ ঘোষের দাবি, অবাঞ্ছিত লোকজন সামাল দিতেই হাতে লাঠি নিয়ে ঘুরছেন। সোমবারই দুর্গাপুর শহরের ফুলঝোর মোড়ে চা-চক্রে যোগ দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগানও দেন তৃণমূল কর্মীরা। তার পরের দিনই লাঠি হাতে রাস্তায় নামতে দেখা গেল দিলীপ ঘোষকে। নির্বাচনের আগে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। দিলীপ ঘোষের চা চক্র ঘিরে সোমবার দুর্গাপুরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিন দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে চা চক্রের আয়োজন করা হয় বিজেপির তরফে। তার আগেই গোটা এলাকায় লাগিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের পতাকা। ফুলঝোড় মোড়ে সেই চা চক্র সেরে, পাশের একটি স্কুলের অভিভাবকদের সঙ্গে দেখা করতে যান দিলীপ ঘোষ। তখনই সেখানে শুরু হয় বিক্ষোভ। দু’পক্ষের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে নিউটাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকা থেকে বেরিয়ে যাওয়ার সময়, তৃণমূলের বিরুদ্ধে চোর স্লোগান তোলেন খোদ দিলীপ ঘোষ। তারপরই মঙ্গলবার লাঠি হাতে রাস্তায় বেরোলেন বিজেপি প্রার্থী। ভূূপতিনগরে NIA-র ওপর হামলার ঘটনায় প্রসঙ্গে দিলীপ ঘোষ সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেন।
Discussion about this post