আজ কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করতে থাকেন মমতা। মমতার দাবি, অন্যান্য রাজ্যের আইপিএস কে সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রী ফোন করে বিজেপির হয়ে কাজ করতে বলেন। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কৃষ্ণনগরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
তার আগে মমতার এমন বিস্ফোরক অভিযোগে সরগরম রাজনৈতিক ময়দান। মমতা বলেন, ‘IAS, IPS অফিসারদের যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে। বলা হচ্ছে BJP-র পক্ষে যেন কাজ করেন তাঁরা। আমাকে কেউ বলেনি এই কথাটা। আমাকে কোনও পুলিশ বলেননি। কোনও IAS বা IPS বলেনি। কিন্তু, খবর এসেছে। নিজের সোর্স থেকে জেনেছি।’ এরই সাথে সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার প্রসঙ্গে এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপির কোনও অধিকার ছিল মহুয়াকে সংসদ থেকে বহিষ্কৃত করে দেওয়ার? আমরাও তো পারি আপনাদের সমস্ত বিধায়কদের বহিষ্কার করে দিতে।
কাল আবার এখানে বিজেপি নেতারা মিথ্যে কথা বলতে আসছে। মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। ও মুখের ওপর কথা বলে, ভয় পায় না। তৃণমূল লড়াই করে বাঘের বাচ্চার মতো। তাই ওর উপর খুব রাগ। ও বলে দিয়েছিল দেশে কী চলছে। কী রাগ। কেন বলবে? কার সঙ্গে কার বন্ধুত্ব। এসব বলতে গেলে কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে আসবে।’ এর পরই ভোট প্রসঙ্গে বলেন, ‘ভোটের দিন লোকে জানল এত শতাংশ ভোট পড়েছে। কিছু দিন পর সেই সংখ্যা উল্টে গেল। কোনও দেশে এটা হয় না। আগামী দিনে ইন্ডিয়া জোটই দেশ তৈরি করবে। কিন্তু বাংলায় ওই জোট নেই। এখানে সিপিএম বা কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। বাংলা থেকে আমরা যত বেশি আসন পাব, ততই কেন্দ্রে বাংলার জোর থাকবে।’
Discussion about this post