ভোট প্রচারে বিজেপির তারকা প্রচারক তথা বলিউডের ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বীরভূমে প্রচারে এসে তাঁকেই পাল্টা দিলেন মহাগুরু। বীরভূমের নলহাটিতে প্রচারের পর এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন মিঠুন চক্রবর্তী। বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপির তারকা প্রচারকের সাফ মন্তব্য, “আমাকে গদ্দার বললে আমিও আপনাকে গদ্দারি বলব। মেয়ে বলে ছাড় দেব না”।
নলহাটির সাংবাদিক সম্মেলনে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে রীতিমতো খড়গহস্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, আমি কারও বাবা, কারও স্বামী, আমারও সন্তান আছে আমাকে যদি কেউ গদ্দার বলে তবে তাঁদের মনে কি প্রতিক্রিয়া হয়? এরপরই রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মিঠুন বলেন, “এনাফ ইজ এনাফ, আমাকে গালাগালি দিলে আমিও গালাগালি দেব, আমাকে গদ্দার বললে আমিও আপনাকে গদ্দারি বলব। মেয়ে বলে ছাড় পাবেন না”।
মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারের একাধিক দুর্নীতির প্রসঙ্গ উত্থাপন রীতিমতো তোপ দাগেন। মিঠুনের কথায়, এ বার সরকার পরিবর্তন না বাংলার মানুষকে আরও বড় দুর্নীতির মুখে পড়তে হবে। কেউ ওদের আটকাতে পারবে না। প্রসঙ্গত, ২০১৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ই মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সাংসদ করেন। ২০১৬ সালে তিনি পদত্যাগ করেন সাংসদ পদ থেকে। এরপর ২০২১ বিধানসভা নির্বাচনের আগে মিঠুন বিজেপিতে যোগ দেন। এরপর থেকে তিনি বিজেপির হয়েই বাংলায় প্রচার করে আসছেন। দিন কয়েক আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে লোকসভার প্রচারে গিয়ে মিঠুন প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, মিঠুন চক্রবর্তীকে আমিই রাজ্যসভার সাংসদ করেছিলাম। কিন্তু আমি জানতাম না, ও বাংলার আরেকজন বড় গদ্দার। নলহাটি থেকে মমতার সেই কথার পাল্টা দিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।
Discussion about this post