বৃহস্পতিবার মাধ্যমিকের ফল প্রকাশিত হল। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলাফল বেরিয়েছে। এবার মাধ্যমিকে পাশ করেছে ৭,৬৫,২৫২ জন। চলতি বছরও মাধ্যমিকে জেলার জয়জয়কার হয়েছে। ফলাফল প্রকাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পড়ুয়াদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন। নিজের এক্স হান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ”মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের আগামী দিনগুলি সাফল্যমন্ডিত হোক, এই প্রার্থনা করি।” উল্লেখ্য, মাধ্যমিকে এবারও সাফল্য এসেছে জেলা থেকে। প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় হয়েছে পুরুলিয়ার সাম্যপ্রিয়। প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় স্থানে রয়েছে তিনজন। তাদের মধ্যে অন্যতম সাম্যপ্রিয় গুরু।
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন ।
তোমাদের আগামী দিনগুলি সাফল্যমন্ডিত হোক, এই প্রার্থনা করি।— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2024
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পাশের হারে এবছর শীর্ষে কালিম্পং, দু’নম্বরে রয়েছে মেদিনীপুর, তিন নম্বরে কলকাতা। অর্থাৎ কলকাতার তুলনায় পাশের হারে এগিয়ে রয়েছে জেলা। এবছর পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা। মাধ্যমিকে প্রথম দশে যে ৫৭ জনের নাম রয়েছে তাদের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার থেকে ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন। প্রসঙ্গত, এই বছর ন’লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল। তাতে পাশের হার ৮৬.৩১ শতাংশ।
Discussion about this post