ঘরের সামনে টাইম কল কিন্তু জল পরে না। কলে জল না পড়ায় সমস্যায় পরেছে পূর্বস্থলীর কমলনগর এলাকায় বহু মানুষ। জল সমস্যা নিয়েই ছড়িয়েছে রাজনৈতিক তরজা।গ্রামে সরকারি জলপ্রকল্প থাকলেও জল পড়ছে না কল গুলিতে, প্রচন্ড গরমে স্বাভাবিক কারণেই সমস্যায় পড়েছে পূর্বস্থলী ২ ব্লকের কমলনগর গ্রামের কয়েক শো পরিবার।জলের জন্য স্বাভাবিক কারণে কয়েক কিলোমিটার দূরে গিয়ে পানীয় জল আনতে হচ্ছে গ্রামবাসীদের।গ্রামবাসীদের অভিযোগ, বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য জলপ্রকল্প চালু হয়েছিল বছরখানেক আগে। তারপরেই অজ্ঞাত কারণে জল পড়া বন্ধ হয়ে যায় ট্যাপকল গুলিতে।আর এই ঘটনাটি ঘটছে প্রায় দুবছর ধরে। গ্রামবাসীদের জল না পাওয়ার বিষয়ে প্রশ্নে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, কোথাও জলের পাইপ লাইন লিক হয়ে থাকতে পারে। এছাড়াও অনেকে এই জল পাইপ থেকে জল চুরি করছে। জলের অপচয় করছে। এই চুরির জলে কেউ কেউ গরুর গা ধোয়াচ্ছে, আবার কেউ মোটর লাগিয়ে জল তুলে ট্যাঙ্কে ভর্তি করছে বলে অভিযোগ করেন তিনি। এবিষয়ে মানুষের সচেতন হওয়া উচিত। তবে জলস্বপ্ন প্রকল্পের কাজ চলছে।কোথাও কোথাও এই পানীয় জলের সমস্যা হলে তার সমাধান করা হবে বলে দাবী করেন বিধায়ক। এ প্রসঙ্গে বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলার জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, এ সরকারের মানুষকে জল খাওয়ানোর লক্ষ্য নয়, মদ খাওয়ানো লক্ষ্য। এ সরকার থাকলে কোনদিনই মানুষের উন্নয়ন সম্ভব নয়।
শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে হামলার ঘটনা। গুলির লড়াইয়ে প্রাণ গেল এক অনুপ্রবেশকারীর। এই ঘটনা নিয়ে ভারতের সীমান্ত...
Read more
Discussion about this post