তরুণীকে কু-প্রস্তাব, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঝামেলা। ঝামেলার মীমাংসা করতে এলে পুলিশের ওপর বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় গ্রামবাসীরা। উত্তজিত গ্রামবাসীদের প্রহারে রক্তাক্ত হয় পুলিশ কর্মীদের। জানা যায়, এদিনের ঝামেলা ঠেকাতে ঘটনাস্থলে সাতজন পুলিশ কর্মীর মধ্যে উপস্থিত ছিলেন তিনজন অফিসার। ঘটনাস্থলে আহত পুলিশ কর্মীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে উদ্ধার করে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই গ্রামে উত্তেজনা তৈরি হয়। মারধর করা হয় এক যুবককে । এলাকায় উত্তেনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। আর তখনই উত্তপ্ত গ্রামবাসীরা লাঠি বাঁশ নিয়ে চড়াও হয় পুলিশ কর্মীদের ওপর। কোনক্রমে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় পালিয়ে বাঁচেন পুলিশ কর্মীরা । ঘটনা ঘিরে চাপা উত্তেজনা বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত পাথাই গ্রামে। তবে কেন হঠাৎ গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হল তা এখনও জানা যায়নি । এই ঘটনার পেছনে কে বা করা জড়িত রয়েছে জানতে শুরু পুলিশি তদন্ত।।
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post