দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ড-সহ পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। এলাকার তিন বারের সাংসদ সৌগত রায় ভোটের আগে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ভিন্ন ছবি দেখা যায়। এবারের লোকসভা নির্বাচনেও তিনি দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এদিন পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের শ্যামাশ্রীপল্লী এলাকায় নির্বাচনী প্রচারে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, ৬ দিন ধরে পানীয় জল পাচ্ছেন না তাঁরা। এরপর পুরসভার আধিকারিককে ফোন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিদায়ী সাংসদ। সৌগত রায়ের আশ্বাসের পর অবশেষে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।
প্রচন্ড গরমকে উপেক্ষা করে ভোটের প্রচারে বেরিয়ে জনসংযোগ সারছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী। ব্যতিক্রম নয় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ও। সোমবার ভোট প্রচার সেরে ফেরার পথে মধ্যমগ্রাম ঘোলার কাছে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলারা এদিন বিদায়ী সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখান পানীয় জলের দাবিতে। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ড-সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। ভোটের আগে পানীয় জলের নিশ্চয়তা দেওয়া হলেও কার্যক্ষেত্রে তা অমিল বলে দাবি বিক্ষোভকারীদের। টানা ৬ দিন পানীয় জল না পেয়ে এদিন তাই বাধ্য হয়ে পথ অবরোধ করেছেন তাঁরা।
তবে বিক্ষোভের মুখে পড়ে জল সরবরাহের আশ্বাস দেন বিদায়ী সাংসদ। পুরসভার আধিকারিককে ফোন করে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।
Discussion about this post