প্রদীপ মাহাতো, পুরুলিয়া: রামনবমী সুষ্ঠুভাবে পার করতে পুরুলিয়া শহরে রুটমার্চ শুরু করলো পুরুলিয়া জেলা পুলিশ। ইতি মধ্যে অশান্তি ঠেকাতে শহর কে সিসিটিভিতে মুড়ছে পুলিশ। একেবারে ঝাড়খন্ড ছুঁয়ে থাকা পুরুলিয়ায় রামনবমীতে যাতে কোনরকম অশান্তি না হয় তাই পুরুলিয়া শহরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে রুট মার্চ শুরু করলো পুরুলিয়া জেলা পুলিশ। এদিন পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে জেলার স্পর্শকাতর এলাকা এই রুট মার্চ করা হলো। একই সঙ্গে বিভিন্ন মোড় এলাকায় নজর দারি চালাতে সিসিটিভিতে মুড়ছে পুলিশ। সেই সঙ্গে চলছে বিভিন্ন সমন্বয় বৈঠক। রাম নবমী দিনে শোভাযাত্রা উপর ড্রোন ক্যামেরায় নজর রাখা হবে। একই সাথে গোটা মিছিল ভিডিও গ্রাফি করা হবে। থাকবে সাদা পোশাকে পুলিশ। ইতি মধ্যে বিভিন্ন এলাকার নাকা তল্লাশিতেও চলছে জোর। কারণ এই জেলার ৩৮০ কিমি ঝাড়খন্ড সীমানা। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,” জেলায় রামনবমীর অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে পার হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ৭ এপ্রিল পুরুলিয়ায় নির্বাচনী জনসভা করতে এসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন রামনবমীতে অশান্তি হতে পারে। একই সঙ্গে পুরুলিয়া জেলা পুলিশের কাছে যা খবর, তাতে আগামী বুধবার রামনবমীতে অশান্তি করার চেষ্টা হতে পারে। এ বিষয়ে গোয়েন্দারা সতর্ক করেছে পুরুলিয়া জেলা পুলিশকে। গোয়েন্দাদের সেই রিপোর্ট অনুযায়ী পুলিশ একেবারেই হালকাভাবে নিচ্ছে না। ইতিমধ্যেই পুরুলিয়া জেলা পুলিশের তরফে বিভিন্ন সমন্বয় বৈঠক করা হয়েছে। ঠিক কি ধরনের অশান্তি পাকানোর চেষ্টা চলছে সেই বিষয়গুলিও পুলিশের হাতে চলে এসেছে। তার প্রেক্ষিতেই নজরদারি বাড়াচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় থাকা সিসিটিভি পুলিশের তৃতীয় চোখ হিসাবে কাজ করবে বলে পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে।
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া শহর, ঝালদা, বলরামপুর, পাড়া ও রেল শহর আদ্রার বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানোর কাজ চলছে। অতীতে এই জেলায় রামনবমীকে ঘিরে একাধিকবার অশান্তি হয়েছিল। যাকে ঘিরে একাধিক মামলা হয়। বিভিন্ন শোভাযাত্রাকে ঘিরে যাতে কোনরকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার সব রকম ব্যবস্থা নিয়েছে পুলিশ। ওই শোভাযাত্রায় যাতে বিধি বহির্ভূতভাবে কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে না আসতে পারে সেই বিষয়টিও দেখছে পুলিশ। কারণ অতীতে রামনবমীর শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়। ফলে সমস্ত কিছু বিবেচনা করে পদক্ষেপ নিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। ইতিমধ্যেই রামনবমীকে ঘিরে পুরুলিয়া শহরে বিভিন্ন হোর্ডিং-এ ছয়লাপ হয়ে গিয়েছে।
Discussion about this post