সন্দেশখালি নিয়ে মামলা আগেই পৌঁছেছে শীর্ষ আদালতে। ভোটের মাঝে এবার ফের নতুন করে মেনশন করা হল সুপ্রিম কোর্টে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে একটি স্টিং ভিডিয়ো। যেখানে এক বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে টাকা নিয়ে ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন সন্দেশখালির মহিলারা। সেই ভিডিয়ো সামনে আসতেই নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে বেরমজুর এলাকা। নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সন্দেশখালির মহিলারা।
মঙ্গলবার বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলা দায়ের করেছেন সন্দেশখালির মহিলাদের একাংশ। সন্দেশখালির মূল মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। এর আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সন্দেশখালি নিয়ে মামলা দায়ের করেছিল।
আদালতের রাজ্যের সাওয়াল, বিজেপি সন্দেশখালি নিয়ে ষড়যন্ত্র করছে। এবিষয়ে সঠিক ভাবে যেন তদন্ত করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আলাদাভাবে সন্দেশখালির মহিলারা মামলা করেন। রাজ্য সরকারের করা মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে আগামী জুলাই মাসে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, রাজ্য সরকারের ওই মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে।
Discussion about this post