এপ্রিলের শুরু থেকেই বাংলা জুড়ে দহন জ্বালা। তীব্র দাবদাহের জেরে এগিয়ে এলো গরমের ছুটি। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ২২ এপ্রিল অর্থাৎ আগামী সোমবার থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে। তবে কতদিন চলবে এই ছুটি সে বিষয়ে স্পষ্ট করে জানানি শিক্ষামন্ত্রী। হলে বলেই যায় আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি শুরু হবে। বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। যদিও কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিংয়ের স্কুলগুলো খোলাই থাকবে। মার্চের শেষ থেকেই গরমে হাঁসফাঁস দশা রাজ্যবাসীর। ইতিমধ্যেই আলিপুর হাওয়া অফিসের তরফে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরতে বারণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের পক্ষে স্কুলে যাওয়া বেশ সমস্যার। অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। সম্প্রতি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী আবহাওয়া দপ্তরের সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকের পরই বুধবার জানা যায়, আগামী কয়েকদিন তীব্র গরম চলবে। তাই মুখ্যমন্ত্রী গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, আগে ৬ মে থেকে স্কুলেগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল। তবে তীব্র তাপপ্রবাহের জেরে সেই ছুটি এগিয়ে নিয়ে আসা হলো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথায়, পরিস্থিতি বিচার করে আগামীতে কবে স্কুল খোলা হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে।
Discussion about this post