ভোটের মধ্যেই আচমকাই ইউনিট প্রতি দাম বৃদ্ধি হল বিদ্যুতের। খবর চাউর হতেই মাথায় হাত আম জনতার। শহর ও শহরতলির বাইরে পুরোটাই বিদ্যুতের পরিষেবা দেয় রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। যদিও এ বিষয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ও বেসরকারি সংস্থা সিইএসসি-র তরফে জানানো হয়েছে কোনওরূপ বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। বরং কমানো হয়েছে স্ল্যাব।
বিদ্যুতের ক্ষেত্রে স্থায়ী চার্চ ও মিনিমাম চার্চের ক্ষেত্রে কোনও কিছুই পরিবর্তন করা হয়নি। পাশাপাশি গ্রামীণ এলাকাতে বিদ্যুতের বিদ্যুৎ মূল্য আলাদা করে বাড়েনি বলে জানিয়েছে এ বিষয় রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। ইউনিট প্রতি গড় রাখা হয়েছে ৭ টাকা ১২ পয়সা। অন্যদিকে, গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য ৩০০ ইউনিটের স্ল্যাব বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগে ছিল ইউনিট প্রতি ৭ টাকা ৪৩ পয়সা, বর্তমানে তা বেড়ে হয়েছে ৭ টাকা ৬১ পয়সা। যার ফলে গ্রামীণ এলাকায় কমার্শিয়াল ট্যারিফ বাবদ ইউনিট অতিরিক্ত ২ পয়সা করে দিতে হবে গ্রাহকদের। তবে এ বিষয়, রাজ্য বিদ্যুৎ পর্যদের সাধারণ সম্পাদক সুমলাংশু ত্রিপাঠি জানিয়েছেন, লোকসভা ভোট শুরু হয়েছে। একই মাঝে কিছু অসাধু মানুষ রাজ্য সরকার ও রাজ্যুৎ বন্টন সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ। বর্তমানে নতুন যে ট্যারিফ চ্যাট তৈরি হয়েছে তাতে কোনো স্ল্যাবের মূল্য বৃদ্ধি পরিবর্তনের কথাই নেই । এমনকি কোনও চার্চ বৃদ্ধি হয়নি। ভুয়ো খবর রটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো ছুড়ে মেরেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। যা ঘিরে এমনিতেই উত্তপ্ত রাজনীতির ময়দান।...
Read more
Discussion about this post