শনিবারই ছিল রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের শেষ দিন। আর শেষ বেলায় মহাগুরু মিঠুন চক্রবর্তীর হাত ধরে রানাঘাট থেকে পাওয়া গেল বড় চমক। রানাঘাটের তৃণমূল প্রার্খীর স্ত্রী যোগ দিলেন বিজেপিতে। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন স্বয়ং বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী।
শনিবার রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে প্রচারে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি তাহেরপুরে সভা করলেন। সেই সভাতেই হাজির ছিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভূবণেশ্বরী। সভামঞ্চেই তাঁকে উপস্থিত জনতাকে পরিচয় করান মিঠুন, এরপরই তাঁর হাতে তুলে দেন পদ্ম পতাকা। বিজেপিতে যোগ দিয়েই তৃণমূল প্রার্থীর স্ত্রী বললেন, মুকুটমণিকে ভোট দিলে আমার মতোই ঠকতে হবে। যদিও এই যোগদানকে কোনওভাবেই পাত্তা দিতে নারাজ ঘাসফুল শিবির। স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, এই যোগদানের কোনও প্রভাব ভোটে পড়বে না।
প্রসঙ্গত, ২০২৩ সালে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে তাঁর স্ত্রী স্বস্তিকা ভূবণেশ্বরী কলকাতার তিলজলা থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, বিয়ের কয়েকদিনের মধ্যেই তাঁর ওপর নির্যাতন করছে মুকুটমণি এবং তাঁর পরিবার। সেই সময় মুকুটমণি ছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক। এই ঘটনা নিয়ে সেই সময় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। বর্তমানে মুকুটমণি এবং স্বস্তিকার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই আবহেই বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভূবণেশ্বরী।
Discussion about this post