বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে, সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়তে পারে ওড়িশা উপকূলে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলায় তুমুল বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইবে আগামী দুই দিন। এই পরিস্থিতিতে জরুরী বৈঠক করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতে বিদ্যুৎ পরিষেবা সচল রাখা যায় এবং কোনও আপাতকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা ব্যহত হলে তা মোকাবিলা করা যায় সেই নিয়েই বৈঠক হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ সচিব শান্তনু বসু-সহ বিদ্যুৎ দফতরের বিভিন্ন আধিকারিকরা। এছাড়াও সিএসইসি-র তরফেও প্রতিনিধিরা ছিলেন এই জরুরী বৈঠকে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস দফতরের সমস্ত আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ঝড়ের প্রভাবে যদি কোনও এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যহত হয়, তাহলে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেও পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিন সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেন তিনি।
বিদ্যুৎ দফতর থেকে WBSEDCL ও CESC-কে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো দুটি সংস্থা ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। সেগুলি হল –
WBSEDCL এলাকার জন্য হেল্পলাইন নম্বরগুলি হল – 8900793503, 8900793504 হোয়াটসঅ্যাপ নম্বর – 8433719121 টোল ফ্রি নম্বর – 19221
CESC এলাকার জন্য হেল্পলাইন নম্বরগুলি হল – 033 35011912, 033 44031912 ও 18605001912 হোয়াটসঅ্যাপ নম্বর – 7439001912 এবং টোল ফ্রি নম্বর – 1921
এছাড়া দুটি বিশেষ নম্বর দিয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম, সেগুলি হল – 9831079666 এবং 9831083700
রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম জরুরী কন্ট্রোল রুম চালু করেছে। এই কন্ট্রোল রুমে বিদ্যুৎ দফতরের কর্মী ও আধিকারিকরা সবসময় মোতায়েন থাকবেন। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কর্মীদের সব ধরণের প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। ঝড়-বৃষ্টির পর যাতে দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করা যায় সেই জন্য সমস্ত ধরণের সাজ-সরঞ্জাম মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Discussion about this post