লোকসভা নির্বাচন আবহে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আপ সুপ্রিমো। রবিবার লোকসভা নির্বাচন উপলক্ষে ইস্তেহার প্রকাশ করেছে আম আদমি পার্টি। যেখানে বিরোধী দল ক্ষমতায় এলে কেজরির ১০ গ্যারান্টি কার্যকর হবে। জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করতে গিয়েই প্রশ্নের মুখে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী।সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় বিরোধী জোটের মুখ কি তিনি? এতে কেজরিওয়াল স্পষ্ট জানিয়েছেন, ‘না। আমি প্রধানমন্ত্রীর দৌড়ে নেই।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তিনি যদি প্রধানমন্ত্রী মুখ না হন সেক্ষেত্রে বিরোধীরা ক্ষমতায় এলে কীভাবে পূরণ হবে কেজরিওয়ালের ১০ গ্যারান্টি? তিনি বিরোধী জোটের সঙ্গে কোন আলোচনা করছেন কিনা সেই বিষয়টাও স্পষ্ট নয়। এদিন কেজরিওয়াল বলেন, ”বিরোধী জোট ক্ষমতায় এলে অবশ্যই পূরণ হবে কেজরিওয়ালের ১০ গ্যারান্টি। জোট শরিকদের সঙ্গে এই বিষয়ে আমি আলোচনা করিনি ঠিকই, তবে আমার বিশ্বাস এ নিয়ে ইন্ডিয়া জোটের সদস্যদের কোনও সমস্যা হবে না। আমি নিশ্চিত ভাবে বলছি এই প্রতিশ্রুতি পূরণ হবেই। সময় কম অর্ধেক ভোটও হয়ে গিয়েছে। তবে আমি জানি স্কুল হাসপাতাল খোলায় ওদের কোনও আপত্তি থাকবে না।” পাশাপাশি জেল থেকে মুক্তি পেতেই জোর কদমে প্রচারে নেমেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লিতে এক রোড শো থেকে জনতার উদ্দেশে বলেন, ”যদি আপনার সকলে মিলে ‘ঝাঁটা’র বোতাম চাপেন তাহলে আমাকে আর জেলে যেতে হবে না। আপনাদের হাতেই রয়েছে আমার জেল যাত্রা আটকানোর ক্ষমতা। বিজেপি আমাকে কেন জেলে পাঠিয়েছে, কী অপরাধ করেছি আমি? এটাই কী আমার অপরাধ যে আমি ভাল স্কুল তৈরি করেছি আপনাদের সন্তানদের ভালো শিক্ষা দিতে? আপনারা অসুস্থ হলে বেসরকারি হাসপাতালে লাখ লাখ টাকা খরচ না করে মহল্লা ক্লিনিকের ব্যবস্থা করেছি এটাই আমার অপরাধ? তাহলে এমন অপরাধ আমি আরও করব।”
উল্লেখ্য, কেজরিওয়ালের এই ১০ গ্যারান্টিতে আপের তরফে ২৪ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা, অগ্নিবীর প্রত্যাহার, কৃষকদের সুবিধা-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তেহার বলা হয়েছে,
1. তাদের সরকার দেশব্যাপী অবিচ্ছিন্ন বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করবে এবং দেশব্যাপী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিতে ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে। ২৪ ঘণ্টা অবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকবে সারা দেশে জুড়ে।
2. দেশে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য সরকার সরকারি স্কুলগুলোকে বেসরকারি প্রতিষ্ঠানকে ছাড়িয়ে যাবে।
3. তাঁদের সরকার ক্ষমতায় এলে তাঁরা জাতীয় নিরাপত্তার দিকে আলাদা নজর দেবেন। বহুদিন ধরেই অভিযোগ রয়েছে যে, ভারতের বহু এলাকা চিন দখল করে রেখেছে সেই নিরিখে কেজরিওয়াল বলছেন ‘ চিনের দখলে থাকা এলাকা পুনরুদ্ধার’ করা হবে, আর তাতে দেশের সেনাকে মুক্ত হস্ত দেওয়া হবে।
4. সরকার তাঁদের হলে, তাঁরা সেনায় অগ্নিবীর স্কিম তুলে দিয়ে, সেনায় স্থায়ীভাবে নিয়োগের পর্যায় শুরু করবেন। চুক্তিগত সিস্টেম সেনায় বাতিল করা হবে বলে দাবি আপের। কৃষকদের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে স্বামীনাথন রিপোর্টের ভিত্তিতে ফসলের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করার কথা বলেছে আপের ইস্তেহার।
5. উৎপাদন ক্ষেত্রে চিনকে ছাপিয়ে যেতে PMLA সরিয়ে জিএসটিকে সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে কেজরিওয়ালের পার্টি।
আমেরিকার মসনদে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বসা কার্যত পাকা। এই অবহে বাংলাদেশের কপালে কি নাচছে সেটা নিয়েই চলছে জল্পনা কল্পনা।...
Read more
Discussion about this post