নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জঙ্গিদের নজরে রয়েছেন? গত ২০ এপ্রিল রাজারাম রেগেকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। মুম্বই থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাজারামের সঙ্গে আন্তর্জাতিক স্তরের এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অভিষেকের অফিস ও বাড়ির সামনে রেইকি করেছেন। কুখ্যাত এই রাজারাম মুম্বই হামলার অন্যতম চক্রী ছিলেন। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে রেইকি করার অভিযোগে তাঁর উপর নজরদারি চালাচ্ছিলেন গোয়েন্দারা। অবশেষে বাণিজ্যনগরী থেকে তাঁকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, রাজারাম রেগে গত ১৮ এপ্রিল কলকাতায় এসেছিলেন। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে মহানগরে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি।এসএন ব্যানার্জি রোডের এক হোটেলে ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের পাশাপাশি তাঁর বাড়িতেও রেইকি করেছিলেন রাজারাম। মুম্বইয়ে ২৬/১১ হামলার অন্যতম কুশীলব লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। রাজারাম কলকাতায় দু দিন ছিলেন, ১৮ ও ১৯ এপ্রিল। ২০ তারিখে মুম্বই ফেরার পর সেখান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সন্দেহভাজন মুম্বই হামলার ধাঁচে অভিষেকের বাড়ি বা অফিসে হামলা চালানোর ছক কষেছিল কি না, জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন, রাজারামের সঙ্গে বেশ কয়েকজন দেখা করতে এসেছিলেন। তারা কারা, কোন উদ্দেশ্যে রাজারামের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে কলকাতা শহরে বা রাজ্যে ওই সন্দেহভাজনের কোনও লিঙ্কম্যান রয়েছে কি না তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
অন্যদিকে মুম্বই থেকে রাজারাম রেগে গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ।নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেখানে সভা করবেন তৃণমূলের এই দুই শীর্ষ নেতৃত্ব, সেই জায়গায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।সব মিলিয়ে লোকসভা ভোটের আগে রাজারামকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনীতির আঙিনায়।
Discussion about this post