লটারি ব্যাবসার আড়ালে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ! শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার লেক মার্কেট অঞ্চলের একটি বহুতল আবাসনে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রিন্স গোলাম মহম্মদ রোডের ওই আবাসনের একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করেছে ইডি। প্রচুর পরিমাণে টাকা পাওয়ায়, তা গুনতে ব্যাঙ্ক থেকে আনা হয়েছে টাকা গোনার বিশেষ যন্ত্র। বৃহস্পতিবার লটারি দুর্নীতি মামলায় লেক মার্কেট এবং মধ্যমগ্রাম সংলগ্ন মাইকেলনগর এলাকার দুই জায়গায় অভিযান চালায় ইডি। শুক্রবারও চলছে সেই অভিযান। সূত্রের দাবি, এদিন সকালে টাকা গোনার মেশিন নিয়ে লেক মার্কেটে প্রিন্স গোলাম মহম্মদ রোডের ওই বাড়িতে ঢোকেন ইডি আধিকারকিরা। ইতিমধ্যে ৩ কোটি টাকা গোনা হয়েছে বলে খবর। অন্যদিকে মধ্যমগ্রামেও টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। দক্ষিণ ভারতে সপ্তাহ খানেক ধরে এই কেসে অভিযান চালিয়েছে ইডি। সেই সূত্র ধরেই উঠে এসেছে কলকাতা যোগ। দিল্লি ও কলকাতা টিমের যৌথ অভিযানেই চলছে তল্লাশি। সূত্রের খবর, ফরচুন গ্যামলিং সংস্থার অধীনেই চলছিল একাধিক লটারি ব্যবসা। এদিন কয়েক হাজার কোটি টাকা মূল্যের অবিক্রিত টিকিট উদ্ধার হচ্ছে। ইডি সূত্রে খবর, এই অবিক্রিত টিকিটের মধ্যে পুরস্কার ঘোষণা হত। অবিক্রিত টিকিট দেখানো হত বিক্রি হয়েছে। আদতে যিনি পুরস্কার পাচ্ছেন তিনি ওই সংস্থার লোক। ফলে সেই টাকা ঘুরে নিজেদের সংস্থায় থেকে যেত।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post