ফের একবার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প। ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলা আর মাত্র সময়ের অপেক্ষা। মার্কিন আইনসভার দুকক্ষেই জয়জয়কার রিপাবলিকানদের। শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডল পোস্টে তিনি লেখেন, ‘ঐতিহাসিক জয়ের জন্য বন্ধু তোমায় একরাশ শুভেচ্ছা। আগের টার্মের মতোই তোমার এ বারের জয়ের পর আবারও একসঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম। ভারত এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করে তুলব আমরা। বিশ্বে শান্তি, উন্নতি এবং স্থিতাবস্থার লক্ষ্যে একসঙ্গে কাজ করব।’ মঙ্গলবার থেকেই ভোট গণনা শুরু হয়েছে মার্কিন মুলুকে। আরও একবার হোয়াইট হাউসের পথে এগিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২৭৭টি ইলেক্টোরাল ভোট পেয়ে গিয়েছেন রিপাব্লিকান প্রার্থী। অতএব মার্কিন মসনদে ট্রাম্পের বসে পড়া প্রায় নিশ্চিত। অন্যদিকে এখনও পর্যন্ত ২২৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন কমলা হ্যারিস। যে ৭টি সুইং স্টেটের উপর নির্বাচনের ফল অনেকটাই নির্ভর করে, তার মধ্যে ৬টিতেই জয় পেয়েছেন ট্রাম্প। টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহিও, নর্থ ও সাউথ ক্যারোলিনায় জয় পেয়েছেন রিপাবলিকানরা। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কে এবার নতুন মাত্রা যুক্ত হতে পারে বলে মনে করছেন আমেরিকান রাজনীতিকরা। উল্লেখ্য, ট্রাম্প ও মোদী ব্যক্তিগত রসায়ন বারবার নজর কেড়েছে বিশ্ব রাজনৈতিক মহলের। এর আগে ২০২০ সালের নির্বাচনের আগে টেক্সাসে গিয়ে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে মোদীকেও ‘আব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান তুলতে শোনা গিয়েছিল। এই আবহে এই নির্বাচনের আগে মোদী বন্দনা শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়।
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post