বুধবার থেকে ফের উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। সোম ও মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয় শহরবাসীকে। কলকাতা , হাওড়ার পাশাপাশ উত্তর ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলী, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা আগেই জারি করা হয়েছে। বুধবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলাতে। একইসঙ্গে মালদা ও দুই দিনাজপুর জেলাতে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণের কয়েকটি জেলায় হালকা ছেতে মাজারি বৃষ্টিপাতের সম্ভাবনা তাকলেও ভ্যাপসা গরমের হাত নিস্তার নেই শহরবাসীর। সোমবার বিকেলের দিকে বর্জ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের বেশ কয়েকটি অঞ্চলে। কিন্তু বৃষ্টির ফলে আরও বেড়েছে গরম। তীব্র দাবদাহের হাত থেকে রেহাই পায়নি জেলাবাসী । মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৪ শতাংশ। দক্ষিণবঙ্গের সঙ্গে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতেও। সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ জারি রাখলো, আবহাওয়া দপ্তর।।
অশান্ত বাংলাদেশ। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পড়শি দেশে। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডিবি পুলিস। আর...
Read more
Discussion about this post