ভাইফোঁটায় রাজ্যের ‘বোন’দের জন্য নয়া উদ্যোগ রাজভবনের। এ বার থেকে গ্রামে গ্রামে গিয়ে মেয়েদের শেখানো হবে আত্মরক্ষার নানা কৌশল। শনিবার বিকেলে বারাসতে ভাইফোঁটার এক অনুষ্ঠানে গিয়ে এমনটাই ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বিকেলে বারাসতের বিবেকানন্দ সেবা ট্রাস্টের গণ ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে ভাই-বোনের পবিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি অর্জুনের সঙ্গে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সুভদ্রার পাশে শ্রীকৃষ্ণ কীভাবে দাঁড়িয়েছিলেন সেই প্রসঙ্গ তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে রাজ্যপাল ভাইফোঁটাও নেন। তাঁদের চকলেট উপহার দেন। বারাসতের রথতলায় গণ ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানালেন, নারীদের আত্মরক্ষার্থে অভয়া প্লাস কর্মসূচি চালু করছেন। ভাইফোঁটার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মহিলা সুরক্ষা নিয়ে সরাসরি রাজ্যকে বিঁধেছেন রাজ্যপাল। শুরুতেই রাজ্যপাল আনন্দ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মহিলারা কেউ সুরক্ষিত নন। তাই তাঁদের সুরক্ষায় রাজভবনের এই উদ্যোগ।’’ রাজভবন সূত্রে জানা গিয়েছে, ক্যারাটের পাশাপাশি শেখানো হবে কেরলের ঐতিহ্যবাহী প্রাচীন মার্শাল আর্ট ‘কলারিপায়াট্টু’। কলারিপায়াট্টু এবং ক্যারাটের সংমিশ্রণে তৈরি এই নতুন আত্মরক্ষার কৌশলের নাম দেওয়া হয়েছে ‘কলা-টে’। শুধু আত্মরক্ষাই নয়, বরং মেয়েদের শরীর ও মন সুস্থ রাখতেও সাহায্য করবে নিয়মিত ‘কলা-টে’ চর্চা। যদিও তাঁর এই ঘোষণা নিয়ে পালটা কটাক্ষের সুরে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “মহিলা সুরক্ষায় রাজ্যের ভূমিকা নিয়ে মন্তব্য করার আগে নিজের বাসভবন সুরক্ষিত করুন।” অন্যদিকে আবাস যোজনা নিয়ে বাংলায় ফের নতুন করে শোরগোল শুরু হয়েছে। একাধিক জায়গায় অনিয়মের অভিযোগও উঠেছে। রাজনৈতিক মহলেও চলছে চাপানউতোর। এ প্রসঙ্গে এদিন বোস বলেন, “এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়ার পর বিষয়টি আমি খতিয়ে দেখব। আমি তো অনেক কিছু বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি দিই।”
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post