দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার হাওড়া থেকে অনেক কম সময়ে বাঁকুড়ায় পৌঁছে যাবে ট্রেন। বুধবার বিকেলে হাওড়া স্টেশন লাগোয়া ডিআরএম বিল্ডিংয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। সঞ্জীব কুমার বলেন, আগামী ১৪-১৭ নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে। এর ফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব হবে। এই লাইনে ট্রেন চললে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে ১৮৫ কিলোমিটারে দাঁড়াবে। এতে যাত্রীরা কম সময় পৌঁছে যেতে পারবেন। এর পাশাপাশি আদ্রা থেকে হাওড়া স্টেশনের দূরত্ব ২৮৫ কিলোমিটার থেকে কমে ২৪০ কিলোমিটারে দাঁড়াবে। হাওড়া থেকে শক্তিগড় নতুন এই সিগন্যাল ব্যবস্থায় ৭৫ মিটার ব্যবধানে ট্রেন চলতে সক্ষম হবে বলে রেলের দাবি। নতুন এই সিগল্যালিংয়ের কাজের জন্য কর্ড শাখা ও মেন শাখার বাতিল হবে আটজোড়া দূরপাল্লার ট্রেন। ঘুরপথে চলবে আরও আরও আটজোড়া দূরপাল্লার ট্রেন। ১৪ থেকে ১৭ নভেম্বর বাতিলের তালিকায় প্রথম দিন কর্ড শাখায় ১১টি আপ ও ১২টি ডাউন, মেন শাখায় ১৫ আপ ও ১৪টি ডাউন ট্রেন। দ্বিতীয় দিন কর্ড শাখায় আপে বাতিল ১৫টি ডাউনে ১৭টি ট্রেন। মেন শাখায় আপে বাতিল ১৮টি, ডাউনে ১৬টি ট্রেন বাতিল। শেষ দিনে আপ কর্ডে ১৪টি, মেনে ১৬টি ট্রেন বাতিল। মেন শাখায় ওই দিন ১৮টি আপ ও ১৫টি ডাউন ট্রেন বাতিল।
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post