প্রায় ২ বছর পর, বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। উচ্ছ্বসিত সমর্থকরা। ঢাক বাজিয়ে, আবির খেলে, নকুলদানা বিলি করে স্বাগত জানানো হল তৃণমূল নেতাকে। কেউ আনলেন ঢাক, কেউ আনলেন নকুল দানা, কেউ আনলেন শাঁখ। অনুব্রতর গুঢ়-বাতাসা, নকুল দানা, আর চড়াম চড়াম ঢাকের বাণী মুখে মুখ ফেরে।অনুব্রতর ফিরে আসাকে সেলিব্রেট করতে এক রাশ নকুলদানা নিয়ে বীরভূমে নিচুপট্টিতে পৌঁছে গেলেন নাকতলার তৃণমূল সমর্থক। জানা গিয়েছে, তিনি এসেছেন পার্থ চট্টোপাধ্যায়ের পাড়া থেকে। তাঁর নাকতলা উদয়ন ক্লাব থেকে। আবেগে বাধ মানছিল না তাঁর। বললেন,’ নকুলদানা এনেছি। এরপরে হবে চড়াম চড়াম করে ঢাক বাজবে। নকুলদানা বাতাসা খাওয়ানো হবে। ‘অনুব্রত যেমন জামিনে ছাড়া পেয়েছেন, কয়েকটা দিন পর পার্থও ছাড়া পাবেন বলে আশাবাদী ওই যুবক। পার্থ চ্যাটার্জির পাড়া থেকে আসা অরুণ বলেন, ‘‘আমার বাড়ি কলকাতার নাকতলায়। দাদার সঙ্গে দেখা করব বলে ভোর ৪টেয় ঘুম থেকে উঠে বেরিয়ে এসেছি। ট্রেনে-বাসে করে সোজা দাদার বাড়ির সামনে। আমার কপালটা এত ভাল! আমি বাস থেকে নেমেছি, তখনই দাদা বাড়িতে ঢুকছেন। আমি দাদাকে প্রচণ্ড ভালবাসি। আমাদের দাদা বীরভূমের বাঘ। আমাদের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যেমন বলেছিলেন, ‘বাঘ যে দিন বেরিয়ে আসবে সে দিন সবাই লেজ গুটিয়ে পালাবে।’ আজ দাদা বেরিয়েছেন। সবাই লেজ গুটিয়ে চলে গিয়েছে। দাদা বেরিয়ে এসেছে। আশা করছি, আগামী ২৭ তারিখ আমাদের পার্থদাও বেরিয়ে আসবেন।’’
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post