১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ জিতেছিল পাকিস্তান। সেবার ভারত অলিম্পিক্স থেকে কোনও পদকই পায়নি। ফলে পদক তালিকায় ভারতের নামই ছিল না। আর হকিতে ব্রোঞ্জ জেতায় পাকিস্তান ভারতের থেকে এগিয়ে ছিল। এরপর কেটেছে ৩২ বছর, পাকিস্তান আর পদক তালিকায় ভারতকে ছাপিয়ে যেতে পারেনি। যা হতে চলে প্যারিস অলিম্পিক্সে। চলতি অলিম্পিক্সে ভারত একটাও সোনা জেতেনি এখনও পর্যন্ত। যে ইভেন্টে সোনা আসার প্রত্যাশা ছিল, সেই ইভেন্টেই বাজিমাত করলো ভারতের প্রতিবেশী পাকিস্তান। বৃহস্পতিবার রাতে জ্যাভেলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া নেমেছিলেন সোনা জয়ের লক্ষ্যে। এই ইভেন্টে ২০২০ টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন ভারতের নীরজ চোপড়া। ফলে তাঁর দিকেই তাকিয়ে ছিলেন ১৩০ কোটি ভারতীয়। তিনি যে এবারের সোনা জয়ে হট ফেভারিট তা বুঝিয়ে দিয়েছিলেন কোয়ালিফাই রাউন্ডেই। এক থোয়ে সরাসরি ফাইনালে ওঠেন ভারতের সোনার ছেলে। কিন্তু ফাইনালে কার্যত হতাশাজনক পারফর্ম করলেন। এই ইভেন্টে তাঁরই শিষ্য বলে পরিচয় দেওয়া পাকিস্তানের অথলিট আরশাদ নাদিম ৯২.৯৭ দূরে জ্যাভেলিন থ্রো করে সোনা ছিনিয়ে নিলেন। এটা নতুন অলিম্পিক্স রেকর্ড। অপরদিকে নীরজ চোপড়া ৬টি থ্রোয়ের মাত্র একটিই ঠিক জায়গায় রাখলেন, তাতেই এল রুপো। নীরজের থ্রোটি ছিল ৮৯.৪৫ মিটারের। কিন্তু বাকি পাঁচটি থ্রো ডিসকোয়ালিফাই হয় তাঁর।
অলিম্পিক্স কমিটির নিয়ম অনুযায়ী মেডেল তালিকায় সেই সমস্ত দেশেরই নাম উপরে থাকে যারা সোনার পদক বেশি পেয়েছে। প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত ভারত মোট পাঁচটি পদক পেয়েছে। কিন্তু একটাও সোনা পায়নি। চারটি ব্রোঞ্জ এবং একটি রুপো রয়েছে ভারতের ঝুলিতে। অপরদিকে পাকিস্তানের ঝুলিতে এসেছে মাত্র একটি পদক। কিন্তু সেই পদক সোনা হওয়ায় পাকিস্তানের নাম পদক তালিকায় উপরের দিকে চলে এসেছে। ভারত পাঁচটি পদক পেয়েও তালিকায় পিছনের সারিতে রয়ে গেল। এই মুহূর্তে প্যারিস অলিম্পিক্সের পদক তালিকায় ভারতের স্থান ৬৪ নম্বরে। সেখানে পাকিস্তান একটিমাত্র সোনা জিতে এক লাফে উঠে এসেছে ৫৩ নম্বরে। যদিও পাকিস্তানের ইতিহাসে আরশাদ নাদিমই প্রথম অ্যাথলিট যিনি ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা জিতলেন। এর আগে পাকিস্তানের মাত্র দুইজন অ্যাথলিট ব্যক্তিগত ইভেন্টে পদক পেয়েছিলেন, দুটোই ছিল ব্রোঞ্জ। নাদিম পদক পাওয়ার পর পাকিস্তানের পাওয়া মোট অলিম্পিক্স পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। মজার বিষয় হল এই ১১ পদকের মধ্যে আটটিই আদায় করেছে পাকিস্তানের হকি দল। ফলে অলিম্পিক্সের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে পাকিস্তান এখনও পর্যন্ত মাত্র তিনটি পদক জিতেছে।
এখনও পর্যন্ত যা পরিস্থিতি প্যারিস অলিম্পিক্সে ভারতের আর সোনা জেতার আশা নেই। আর মাত্র হাতে গোনা কয়েকটা ইভেন্টে নামবেন ভারতীয় অ্যাথলিটরা। সেখানে সোনা জেতার সম্ভাবনা এককথায় নেই বললেই চলে। ফলে ভারতের কেউ যদি প্যারিসে সোনা জিতেও নেয়, তবে তা বড়সড় চমক হবে বলেই মনে করছেন ক্রীড়াবিদরা। আর শেষ পর্যন্ত ভারত যদি এবার কোনও সোনা না পায়, তবে ৩২ বছর পর ভারত অলিম্পিক্স পদক তালিকায় পাকিস্তানের নীচেই শেষ করবে।
Discussion about this post