মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অনমাননার মামলা গ্রহণের আবেদন করলেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তভ বাগচী। মামলা দায়েরের আর্জি জানিয়ে প্রধান বিচারপতি টি এস শিবোঙ্গনমের দৃষ্টি আকর্ষণ করেন কৌস্তভ। প্রধান বিচারপতি অবশ্য আলাদা করে এই মামলা গ্রহণ করতে চাননি। বিচারপতি জানান, এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত একটি মামলা গ্রহণ করা হয়েছে। আইনজীবী চাইলে সেই মামলায় এই বিষয়টি যুক্ত করতে পারেন। তবে আলাদা করে এই বিষয়ে কোনও মামলা গ্রহণ করা হবে না। উল্লেখ্য, গত সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের নবম-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি’র পুরো প্যানেল বাতিল করে দেয়। ফলে শিক্ষাকর্মী মিলিয়ে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হয়ে যায়। সেদিন থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে জেলায় জেলায় এই রায়ের বিরুদ্ধে বিচার ব্যবস্থা এবং বিজেপিকে দায়ী করে ভাষণ দেন। মুখ্যমন্ত্রী সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই একটি স্বত:প্রণোদিত মামলা করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার মামলা করার আর্জি জানান হল অভিষেকের বিরুদ্ধে। এদিন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কৌস্তুভ চাইলে আগের মামলায় যুক্ত হতে পারে তবে নতুন করে আর কোন মামলা নয়।
শহরের শরু রাস্তায় যথাযথ পরিকল্পনা ছাড়াই বহুতল নির্মাণ হচ্ছে, যা ভবিষ্যতে মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। ঐতিহ্যবাহী মল্ল রাজাদের শহর...
Read more
Discussion about this post