বৈদিক আচার অনুষ্ঠানের মাধ্যমে কেদারনাথ মন্দিরের দরজা এবছরের মতো পুণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হল। রবিবার সেই সমাপ্তি অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন ১৮ হাজারের বেশি পুণ্যার্থী। গর্ভগৃহে পবিত্র ‘ভস্ম’ অনুষ্ঠানের পর সকাল ৬টায় গর্ভগৃহ এবং সকাল ৮.৩০ মিনিটে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। ভগবান কেদারের ডলি উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে তার শীতকালীন আবাসে নিয়ে যাওয়া হয়। আগামী বছরের এপ্রিল-মে মাসে গ্রীষ্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবার খুলে দেওয়া হবে কেদারনাথ ধামের দরজা। এবার সাড়ে ১৬ লক্ষেরও বেশি পুণ্যার্থী কেদারনাথ ধামে পুজো দিয়েছেন বলে জানিয়েছেন বিকেটিসি-র চেয়ারম্যান অজেন্দ্র অজয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই কেদারনাথ মন্দিরে প্রতিবছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন। সমুদ্র পৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট উচ্চতায় গারোয়াল হিমালয়ে অবস্থিত এই মন্দির শীতে বন্ধ থাকে। বরফে চাপা পড়ে যায় কেদারনাথ। তার আগেই বন্ধ করে দেওয়া হল কেদারনাথের দরজা।
সাতসকালেই ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হায়দরাবাদে বেলাইন হয়ে গেল পণ্যবাহী ট্রেনের একাধিক কামরা। ঘটনাটি ঘটেছে হায়দারাবাদের পেদ্দাপালি এবং রামাগুন্ডমের...
Read more
Discussion about this post