ভোটকেন্দ্রে প্রকাশ্যে চলছে ভোট চুরি। ভোটাররা যাচ্ছেন তারপর এক ব্যক্তি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন মহুয়া মৈত্রকে ভোট দিতে। কিন্তু কে বা কারা করাচ্ছে? বিজেপির দাবি তৃণমূল নেতার ছেলে। এই নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের চিহ্ন পদ্মফুলে ভোট দিতে বারণ করছেন এক তৃণমূল নেতার ছেলে।
আর তারপর ভোটারের আঙুল ধরে নিজেই ঘাসফুলের বোতাম টিপছেন।ঘটনাটি নদিয়ার জেলার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের জমপুকুর স্টেশন তালতলা পাড়া এলাকার ৮০/১৬০ নম্বর বুথের। সেখানে ভোট করাচ্ছিলেন প্রাক্তন প্রধান মইনুদ্দিন শেখের ছেলে বলে দাবি বিজেপির। বিজেপির অভিযোগ, প্রাক্তন প্রধানের ছেলে ইভিএম মেশিনের সামনেই দাঁড়িয়েছিলেন। এরপর ভোটাররা গেলে তাদের বিজেপিতে ভোট দিতে নিষেধ করছেন। তারপর নিজেই ভোটারের আঙ্গুল ধরে মহুয়া মিত্রের চিহ্নে ভোট করাচ্ছেন।
এপ্রসঙ্গে বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন, “অস্ত্র, বন্দুক, কাস্তে, হাতুড়ি নিয়ে ঘুরছে। ভোটাররা ভোট দিতে চাইছেন। কিন্তু ওরা ভয় পাচ্ছেন। কারণ ভোট দিলে রাত্রিবেলা ওদের উপর অত্যাচার হবে। আমি নিজে ভোটারদের সঙ্গে গিয়ে ওদের ভোট করালাম। আমি আইসি বিশ্বজিৎ ঘোষকে ফোন করি। উনি আসেননি। বললেন রাউন্ডে আছি। আমি কমিশনে জানাব।”
Discussion about this post