পদে ফিরলেন কুনাল ঘোষ। গত মে মাসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হওয়ার পর প্রায় পাঁচ মাস পর ফের সেই পদে ফিরলেন কুনাল ঘোষ। তৃণমূলের পক্ষে একাধিক দায়িত্ব পালন করা কুনাল ঘোষকে ফের দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়, যা দলের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার ফিরে আসার বিষয়টি দলের রাজনৈতিক মহলে বেশ গুরুত্ব পেয়েছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থীর তাপস রায়ের সঙ্গে সামাজিক অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেছিলেন কুণাল । এরপরই জেনারেল সেক্রেটারি পদ খোয়ান কুণাল। সেই সময় ডেরেক ওব্রায়েনের মাধ্যমে তৃণমূল বিবৃতি জারি করে বলেছিল, ‘‘সম্প্রতি কুণাল ঘোষ এমন অনেক কথা বলছিলেন যা দলের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উনি যা বলছেন, তা সম্পূর্ণ ভাবে তাঁর ব্যক্তিগত অভিমত। এর সঙ্গে দলের ভাবনার কোনও সম্পর্ক নেই।’’ তৃণমূল ওই বিবৃতিতে স্পষ্ট জানিয়েছিল, তারও আগে দলের মুখপাত্র পদ থেকেও কুণালকে সরানো হয়েছিল। এরপর তাঁকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও অপসারণ করা হয়েছিল। সেই পদ কার্যত নিঃশব্দে সাত মাস পরে ফিরিয়ে দিল তৃণমূল কংগ্রেস।
রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচনের দিন সকালে ভাটপাড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যা...
Read more
Discussion about this post