প্রতিবেশী বাংলাদেশ থেকে উঠে আসা সাম্প্রতিক এক চাঞ্চল্যকর তথ্য ভারতের নিরাপত্তা সংস্থাগুলিকে চরম সতর্ক অবস্থায় নিয়ে এসেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর, বাংলাদেশ ক্রমশই ভারতের জন্য একটি শত্রুতাপূর্ণ প্রতিবেশী হিসেবে গড়ে উঠছে। ভারত-বিরোধী মনোভাব ও হিন্দুবিরোধী এজেন্ডা প্রচারে এতদিন পর্যন্ত ব্যবহার করা হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে। তবে এবার খবর পাওয়া গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ এই ষড়যন্ত্রে সামিল হয়েছে। জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন এক অফিসার পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের আদলে সন্ত্রাসবাদী গোষ্ঠী তৈরির চেষ্টা চালাচ্ছেন। তিনি হচ্ছেন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়া-উল-হক। তার পরিষেবা ব্যাচ নম্বর BA-5916। জিয়া-উল-হক ইতিপূর্বে সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল বাংলা টিমের সামরিক শাখার কমান্ডার হিসেবে কাজ করেছেন। এবার তিনি প্রায় ২৫০ জন সৈনিক ও অফিসারকে নিয়ে একটি নতুন সন্ত্রাসী দল গঠনের পরিকল্পনা করছেন বলে দাবি করা হয়েছে।এই ষড়যন্ত্রে একটি বিশেষ ইউনিট গঠনের চেষ্টা চলছে, যা পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের মতো কাজ করবে। পাকিস্তানের এই বিশেষ কমান্ডো ইউনিট BAT নামে কাশ্মীর সীমান্তে বারংবার আক্রমণ চালিয়েছে। একই ধাঁচে বাংলাদেশেও একটি সন্ত্রাসবাদী ইউনিট গঠনের চক্রান্ত চলছে। মেজর জিয়া-উল-হক পাকিস্তানের এসএসজি’র কৌশলকে অনুসরণ করে একটি দল গঠন করতে চাইছেন, যেখানে প্রায় ২০০ জন জুনিয়র কমিশন্ড অফিসার এবং ১৭ জন কমিশন্ড অফিসার অন্তর্ভুক্ত থাকবে। এই দলটি মূলত সীমান্তে আক্রমণ চালানোর জন্য “হিট-অ্যান্ড-স্কুট” পদ্ধতি গ্রহণ করবে। অর্থাৎ, দ্রুত আক্রমণ চালিয়ে পালিয়ে যাওয়ার কৌশল প্রয়োগ করা হবে।পাকিস্তান যদি জঙ্গিদের স্বর্গরাজ্য হয়, তাহলে এখন যা পরিস্থিতি তাদের শাখা বাংলাদেশ বললে এতটুকু ভুল হয় না! এমনটাই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের বড় অংশের। কূটনৈতিক লড়াইয়ে বারবার ধাক্কা খাওয়া পাকিস্তান পিছনের দরজা ধরতে চাইছে। সেই দরজার নাম বাংলাদেশ। চরম অকৃতজ্ঞ বাংলাদেশ আবার সেই পাকিস্তানের মন্ত্র পেয়ে নিজেকে বিরাট বুদ্ধিমান ভাবতে শুরু করেছে। ভারতকে বিরক্ত করতে বাংলাদেশকে জঙ্গি প্রশিক্ষণ, অস্ত্র দিয়ে অকাতরে সাহায্য করছে পাকিস্তান। বিশেষজ্ঞরা বলছেন, যত নষ্টের গোড়া সেই আইএসআই। তার ফলে এখন বাংলাদেশের উর্বর মাটিতে কট্টরপন্থার চাষ। পাক মদতে বাংলাদেশে এখন আল কায়েদার গ্রাস। এই পরিস্থিতিতে জেএমবির ছত্রছায়ায় হু হু করে বাড়ছে জঙ্গি! সর্বনাশের বাংলাদেশে সঙ্গী এখন পাকিস্তান। ওপার থেকে হুমকি আসছে প্রতি মুহূর্তে, এপার থেকে মুখের উপর বলে দেওয়া হচ্ছে প্রতিরোধ হবে। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর প্রতিনিয়ত হামলার নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বড় বিবৃতি দিল আমেরিকা। তাতে বলা হয়েছে, বাইডেন সরকার বাংলাদেশ নিয়ে সেভাবে মাথাই ঘামায়নি। তবে এখন হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প। আর এবার এই বিষয়ে নজর দেওয়া হতে পারে বলে দাবি করা হচ্ছে। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এর প্রাক্তন কমিশনার জনি মুর বলছেন, আমেরিকার বাইডেন সরকার বাংলাদেশের প্রতি সেভাবে মনোযোগই দেয়নি। এই সময়টা শুধু বাংলাদেশের সংখ্যালঘুদের জন্যই নয়, গোটা দেশের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। তবে এবার এই বিষয়টিতে নজর দেবেন ট্রাম্প। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প তাঁর সেরা টিমটা নিয়েই দায়িত্ব নিতে চলেছেন। তাঁর টিম আমেরিকানদের মূল্যবোধের প্রতিনিধি। তারা ভারতকে বন্ধু হিসেবে দেখে।’
পৌষেও বৃষ্টির ভ্রুকুটি! সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাংলায়। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও জারি। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে এই বৃষ্টি ও তুষারপাত।...
Read more
Discussion about this post