অতীতের জঙ্গিহানা থেকে শিক্ষা নিয়ে এবার অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার অমরনাথের দিকে পূণ্যার্থীদের প্রথম দলটি কড়া নিরাপত্তায় পহেলগাঁও পৌঁছল। ফলে শুরু হয়ে গেল ৫২ দিনের জন্য ২০২৪ সালের অমরনাথ দর্শন। শনিবার জম্মুর ভগবতীনগর বেসক্যাম্প খেকে পূণ্যার্থীদের প্রথম দলটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল গভর্ণর মনোজ সিং। তাঁর উপস্থিতিতেই শুরু হল এবারের অমরনাথ যাত্রা।
গোটা যাত্রাপথের নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। মোতায়েন থাকছে প্রচুর পরিমানে আধা সেনা এবং ভারতীয় সেনার জওয়ানরা। গোটা যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতে আত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে এবার। পহেলগাঁও থেকে অমরনাথ গুহা পর্যন্ত ৪৭ কিলোমিটার ট্রেকিং পথের নজরদারি চালানো হবে ড্রোনের সাহায্যে। পূণ্যার্থীদের জন্য নির্দিষ্ট প্রতিটি তাবুতে থাকছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি গোটা যাত্রাপথে বিস্ফোরক খুঁজতে মোতায়েন করা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয় বাহিনী। শুধু জঙ্গি হানা নয়, এবার অমরনাথের পথে বিশেষ নজর থাকবে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিও। ২০২২ সালে অমরনাথ গুহার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টি এবং হড়পা বানে বহু পূণ্যার্থীর মৃত্যু হয়েছিল।
এবার তাই সেই দিকেও নজর রাখা হচ্ছে। এর জন্য বিশেষ উদ্ধারকারী দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের জওয়ানদের মোতায়েন করা হয়েছে নির্দিষ্টি এলাকা অন্তর। যাতে যে কোনও রকম প্রাকৃতিক বিপর্যয়ে পূণ্যার্থীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। উল্লেখ্য, এবার অমরনাথ যাত্রা গান্ডেরওয়াল হয়ে বালতালের ১৪ কিলোমিটার পুরোনো পথেও চলবে অমরনাথ যাত্রা। পাশাপাশি অনন্তনাগ থেকে নুনওয়ান হয়ে পহেলগাঁও নতুন পথেও যাওয়া যাবে। সবমিলিয়ে নিরাপত্তার স্বার্থে পূণ্যার্থীদের দুটি দলে ভাগ করে অমরনাথের পথে পাঠানো হবে। এবারের অমরনাথ যাত্রা চলবে আগামী ১৯ আগষ্ট পর্যন্ত।
Discussion about this post