ঘোষিত হল প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথের দিনক্ষণ। আগামী রবিবার, ৯ জুন সন্ধ্যা ৬টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ’র সমস্ত জয়ী সাংসদদের নিয়ে বৈঠক করেন মোদি-শাহ-নাড্ডা ব্রিগেড। বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানায় এনডিএ’র।
শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ’র সমস্ত জয়ী সাংসদদের নিয়ে বৈঠক করেন নরেন্দ্র মোদি। মঞ্চে মোদির পাশেই দেখা যায় চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে। জোটের বাধ্যবাদকতায় মোদিকে নেতা হিসাবে মেনে নেন চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার। বৈঠকের শুরুতে রাজনাথ সিং নরেন্দ্র মোদির নাম লোকসভায় বিজেপি’র সংসদীয় দলনেতা, এনডিএ’র দলনেতা এবং লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব করেন। রাজনাথ সিং বলেন, ‘আমরা আজ এনডিএ’র দলনেতা বেছে নেওয়ার জন্য একত্রিত হয়েছি। আমাদের সৌভাগ্য, নরেন্দ্র মোদীর মতো একজন সংবেদনশীল প্রধানমন্ত্রী পাচ্ছি। আমি আজ স্পষ্ট করে বলতে চাই, এই জোট আমাদের কাছে বাধ্যবাধকতা নয়, দায়িত্ব।’
রাজনাথের প্রস্তাব সমর্থন করেন অমিত শাহ এবং অনুমোদন করেন নীতিন গড়করি। শরিক দলগুলির পক্ষ থেকে এইচ ডি কুমারস্বামী, চন্দ্রবাবু নাইডু, একনাথ শিন্ডে, চিরাগ পাসওয়ান প্রস্তাব অনুমোদন করেন। তারপর দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, ‘আমরা দুর্দান্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছি। আমি গর্বের সঙ্গে নরেন্দ্র মোদীর নাম এনডিএ’র দলনেতা হিসেবে অনুমোদন করছি।
এই লোকসভা ঐতিহাসিক বলে দাবি করেন জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, নরেন্দ্র মোদির প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। মোদির সঙ্গে থেকেই তিনি কাজ করতে চান বলে ঘোষণা করেন নীতীশ কুমার। নরেন্দ্র মোদিকে সংসদের সেন্ট্রাল হলে স্বাগত জানায় এনডিএ’র সমস্ত জয়ী সাংসদরা। সকল জয়ী সাংসদদের অভিনন্দন জানান নরেন্দ্র মোদি।
সংবিধানে মাথা ছুঁইয়ে এদিন সংসদের সেন্ট্রাল হলে প্রবেশ করেন নমো। বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানায় এনডিএ’র। আগামী রবিবার, ৯ জুন সন্ধ্যা ৬টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি।
Discussion about this post