হাতিয়ার জরুরি অবস্থা। লোকসভার স্পিকার পদে বসেই পুরনো ইস্যু তুলে বিতর্ক উসকে দিলেন স্পিকার ওম বিড়লা। এদিন স্পিকারের আসনে বসেই জরুরি অবস্থার কথা স্মরণ করে ২ মিনিট নীরবতা পালনের নির্দেশ দিন বিড়লা। যার তীব্র প্রতিবাদ আসে বিরোধী বেঞ্চ থেকে। শেষ পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার। অষ্টাদশ লোকসভার তৃতীয় দিনই শাসক-বিরোধী সংঘাতে প্রথমবার মুলতুবি হল অধিবেশন। স্পিকারের পদে বসেই পুরনো ইস্যু তুলে বিতর্ক উসকে দিলেন তিনি। লোকসভার স্পিকার জরুরি অবস্থার কথা স্মরণ বলেন, “এই সদন ১৯৭৫ সালে জরুরি অবস্থার তীব্র বিরোধিতা করছে।
যারা সেসময় এর বিরোধিতা করেছে, তাঁদের সাহসিকতাকে সম্মান জানাই। সেসময় বহু মানুষের মৃত্যু হয়েছে। সেইসব দুঃসাহসী, বীর নাগরিক যারা স্বৈরাচারী কংগ্রেস সরকারের অত্যাচারে প্রাণ হারিয়েছেন, তাঁদের স্মরণে এই সদনে দু মিনিটের নীরবতা পালন করা হোক।” যার তীব্র প্রতিবাদ করে বিরোধী বেঞ্চে বসে থাকা কংগ্রেস সাংসদরা। শেষ পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার। অষ্টাদশ লোকসভার তৃতীয় দিনই শাসক-বিরোধী সংঘাতে প্রথমবার মুলতুবি হল অধিবেশন। পরে অধিবেশন কক্ষের বাইরে গিয়ে এনডিএর সাংসদরা বিক্ষোভ দেখান। তাঁদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘স্বৈরাচারী মানসিকতা, কংগ্রেসের বাস্তবতা।’ এ কথা স্পষ্ট বিজেপি বিরোধী অকংগ্রেসি দল গুলির সঙ্গে কংগ্রেসের বিরোধ লাগাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। যার অর্থ ইন্ডিয়া ব্লককে দুর্বল কৌশল এনডিএর।
Discussion about this post