ট্রেন কিংবা বাস, জানলার ধারে সিট পেলেই হয়। চলন্ত ট্রেন, বাস এদিকে ফুরফুরে হাওয়া। দুয়ে মিলে একাকার। ঘুম কি আর না এসে পারে, বলো। ব্যাস, ঘুমানোর চোটে গন্তব্য ছেড়ে চলে যেতে হয়। তারপরই পড়তে হয় বিপাকে। একই অবস্থা হয় দুরপাল্লার ট্রেনে চাপলেও। ঘুমিয়ে পড়লেই কেল্লাফতে। গন্তব্য পেরিয়ে গেলেও, ডেকে দেওয়ার জন্য থাকে না কেউই। তাই ঘুমিয়ে পড়ার ভয়ে অনেকেই দুরপাল্লার ট্রেনে না ঘুমিয়ে জেগে বসে থাকেন সিটে। তবে এখন থেকে আর চিন্তা করার দরকার নেই।
এবার থেকে দুরপাল্লার ট্রেনে ঘুমিয়ে পড়লে আপনার ঘুম ভাঙাবে ভারতীয় রেল। ভাবছেন মজা করছি। না, তার জন্য আপনাকে করতে হবে সেফ একটা কাজ। কী সেই কাজ। বলছি, ট্রেনে ওঠার আগে সর্ব প্রথম আপনাকে ১৩৯ নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে। মেসেজে আপনাকে লিখতে হবে যে ট্রেনে যাচ্ছেন সেই ট্রেনের ১০ ডিজিটের পিএনআর নম্বর। সেই সঙ্গে অবশ্যই উল্লেখ করতে হবে আপনি কোন স্টেশনে নামবেন তার নাম। ব্যাস, এবার আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারেন। গন্তব্যে নামার ঠিক ২০ মিনিট আগেই আপনার ফোনে বেজে উঠবে অ্যালার্ম। সেটাও করবে রেলই। গন্তব্যে নামার আগেই ঘুম থেকে উঠে পড়বেন আপনি। ব্যাস, তাহলে আর স্টেশন মিস করার ভয় নেই। এখানেই শেষ নয়, আপনারা যদি ট্রেনে ওঠার সময় কোনও অভিযোগ বা সুবিধা পেতে চান, সেক্ষেত্রে আপনি রেল মাদাদ ওয়েবসাইডেও গিয়ে নিজের মতামত জানাতে পারেন। তবে আর কি, নিশ্চিন্তে বেড়াতে যান। আর সেই সঙ্গে ১৩৯ নম্বরে কিন্তু মেসেজ করতে ভুলবেন না।।
Discussion about this post