ধরুন আপনি একটি একটি বহুতলের ১২ তলায় কোনও কফিশপে প্রিয়তমকে পাশে নিয়ে বসে কফির কাপে চুমুক দিচ্ছেন আর নানান পরিকল্পনা করছেন। এরপর ১৩ তলা থেকে লিফ্টে চেপে নেমে এলেন ওই বহুতলের তৃতীয় তলে, এবং মেট্রোয় চেপে বাড়ির পথ ধরলেন। কি ভাবছেন, এটা আবার কিভাবে সম্ভব? আসলে চেন্নাই মেট্রোর থিরুমঙ্গলমে একটি বহুতল ফুঁড়ে চলবে মেট্রোরেল। ঠিক যেমনটা আছে চিনের চংকিং শহরে।
চিনের ব্যস্ততম চংকিং শহরের লাইট মেট্রোর দ্বিতীয় লাইনে রয়েছে আইকনিক লিজিবা স্টেশন। গোটা বিশ্বের কাছেই এটি একটি অপার বিশ্ময়কর। শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য একটি সুসংহত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে তৈরি হয়েছিল চংকিং রেল ট্রানজিট লাইন ২। এই ট্রানজিট রেল করিডরে রয়েছে লিজিবা স্টেশন। যা চংকিং শহরের ইউঝং জেলার নিউ জিয়ালিং রোড এবং গুইহুয়ান রোডের সংযোগস্থলে অবস্থিত। ২০০৫ সালে এই শহরের একটি ৭০ বছরের পুরোনো বহুতলের মধ্যেই তৈরি করা হয় একটি স্টেশন। যার মধ্য দিয়ে চলাচল করে ট্রানজিট লাইট রেল। ১৯ তল বিশিষ্ট ওই বহুতল চংকিং শহরের ঐতিহ্য, তাই সেটি না ভেঙে এর অষ্টম থেকে দশম তলের মধ্যেকার অংশকেই রেলস্টেশন হিসেবে তৈরি করা হয়েছে। যা দেখতে হাজার হাজার পর্যটক প্রতিদিন পৌঁছে যান চিনের চংকিং শহরে। এবার এরকমই একটি মেট্রো স্টেশন তৈরি হতে চলেছে ভারতে।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে মেট্রো লাইনের কাজ জোরকদমে চলছে। যা চেন্নাই মেট্রো রেল লিমিটেড বা সিএমআরএল-এর অধীনে চলছে। চেন্নাই মেট্রোর ফেজ ওয়ানের কাজ ইতিমধ্যেই শেষ। এবার সিএমআরএল দ্বিতীয় ফেজের কাজে হাত দিয়েছে। সিএমআরএল কর্তৃপক্ষের বক্তব্য, থিরুমঙ্গলম এলাকায় একটি ফ্লাইওভার মেট্রোরেলের পথ আটকে দিয়েছে। ফ্লাইওভার ছাড়াও প্রায় ৪৫০ মিটার অংশে পাশাপাশি তিনটি বহুতল ভবনও রয়েছে। সেখান থেকেই মেট্রো কর্তাদের মাথায় আসে এই পরিকল্পনা। ফ্লাইওভারের উপর দিয়ে মেট্রোর পথ নিয়ে যাওয়ার বদলে একটি ১২ তলা বিল্ডিংয়ের মধ্যে দিয়ে যাবে মেট্রো রেল। কারণ, ফ্লাইওভারের উপর দিয়ে হোক বা ফ্লাইওভার ভেঙে মেট্রো পথ তৈরি করতে হলে খরচ, সময় দুই বেশি লাগতো।
পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও প্রায় ভেঙে পড়ত ওই এলাকায়। এর বদলে হয় নতুন পরিকল্পনা। সিএমআরএল জানিয়েছে, চেন্নাইয়ে তিনটি ফেজের মেট্রো লাইন এখানে সংযুক্ত হবে। কোয়াম্বেদু এলাকায় ফেজ টু এলিভেটেড স্টেশনের চারপাশে এলাকা খালি করা হবে। যা ফেজ ওয়ান মেট্রো স্টেশনের উপর তৈরি করা হবে। আভাদি এলাকায় ফেজ থ্রি বা তৃতীয় লাইনের মেট্রোর জন্য জায়গার ব্যবস্থা রাখা হবে। আর এই তিনটি করিডরের সংযোগস্থল হবে থিরুমঙ্গলমে। এই তিনটি করিডরকে সংযুক্ত করার জন্য একটি কমন কনকোর্স তৈরি করা হবে। থিরুমঙ্গলমে একটি ১২ তলা ভবনের তৃতীয় তলায় থাকবে একটি মেট্রো স্টেশন।
Discussion about this post