তীব্র তাপপ্রবাহের শেষে সপ্তাহ জুড়ে চলছে বৃষ্টির মরসুম, এবার তারই মাঝে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। আশঙ্কা রয়েছে, ২৫ শে মের পরেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের বিশ্লেষণ অনুযায়ী, ঘূর্ণিঝড় তৈরি হতে সাগরের ৫০ মিটার গভীরে তাপমাত্রার নূন্যতম হার হতে হয় ২৬.৫ ডিগ্ৰী সেলসিয়াস। তবে সাগরের গভীরে বর্তমান তাপমাত্রা রয়েছে ৩০-৩১ ডিগ্ৰী সেলসিয়াস এর আশেপাশে যেটি ঘূর্ণিঝড় তৈরির জন্য একেবারেই অনুরূপ।
হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের পাশাপাশি চলতি মাসে আরব সাগরেও নিম্নচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ ও ২৩ তারিখ এই নিম্নচাপ বলয় সৃষ্টি হতে পারে আরব সাগর ও বঙ্গপোসাগরে। কারন, নিম্নচাপ শক্তি সঞ্চয়ের জন্য যে পরিস্থিতির প্রয়োজন সেই অনুরূপ পরিস্থিতি বিরাজমান এই দুই সাগরে।
আগামী সপ্তাহেই বঙ্গপোসাগরে এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নিতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। ২৩ শে মের পরে উত্তর আন্দামান সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ২৪শে মের পর। এবং সেটি পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর – পূর্ব দিকে।
এখনও পর্যন্ত আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এটার গতিপথ ভারতের উড়িষ্যার দিকে। তবে এটি সম্পূর্ণ রূপে তৈরি না হওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা এটির প্রভাব বাংলাদেশে পড়বে কিনা। আবহাওয়ার মডেল অনুযায়ী, ২৪ শে মে এই ঘূর্ণিঝড় তার পূর্ণাঙ্গ রূপ নিয়ে শক্তি অর্জন করতে পারে। তবে ঘূর্ণিঝড় ‘ রেমাল ‘ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আছড়ে পরতে পারে বলে আশঙ্কা রয়েছে আবহাওয়াবিদদের তরফে।
Discussion about this post