অধিনায়কত্ব পেয়ে স্বেচ্ছাচারী হয়ে ওঠেন- ক্রিকেটে এমন উদাহরণ অনেক আছে ।তবে মহম্দদ রিজওয়ান তেমন উদাহরণ হতে চান না ।পাকিস্তানের নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পেয়ে নেতৃত্বের ব্যাপারে নিজের দর্শনের কথা জানিয়ে দিয়েছেন রিজওয়ান।৩২ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যান বলেছেন রাজার মতো আচরণ না করে ১৫ জনের পরিচর্যা করতে চান। ১ অক্টোবর পাকিস্তানের সাদা বলের নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। তখন থেকে অধিনায়কের পদটি খালি ছিল ।অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে গতকাল লাহোরের এক সাংবাদিক সম্মেলনে ওয়ানডে ও টি-টোয়েন্টি নতুন অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম ঘোষণা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। টি-টোয়েন্টি এবং ওয়ানডের জন্য সহ অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান আগা সালমানকে। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিক সংগঠনের রিজওয়ান বলেন, “পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হতে পারা আমার জন্য বিশাল সম্মানের ।এই ভূমিকায় নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচক কোচ এবং আমার অসীম প্রতিভাবান সতীর্থদের সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি। ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা পূরণ এবং অতিক্রম করাই আমাদের লক্ষ্য। আমি যদি অধিনায়ক হিসেবে নিজেকে রাজা ভাবতে শুরু করি তাহলে সবকিছু ভেঙে পড়বে বরং একজন নেতা হিসেবে আমি এখানে দলের ১৫ জনের সেবা করতে এসেছি …।এভাবেই সবকিছু হওয়া উচিত প্রত্যেকের কাছ থেকে আমি সমর্থন পেয়েছি। সবাই আমাকে একটা কথাই বলেছে লড়াই লড়াই এবং লড়াই ।এখনো অনেক বার্তা পাচ্ছি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব পুরো জাতিকে দেখাতে চাইবো যে আমাদের মধ্যে লড়াকু মানসিকতার কমতি নেই”।
কথায় আছে না বোকা বন্ধুর থেকে, বুদ্ধিমান শত্রু ভালো। কারণ বোকা বন্ধু শুধু তোষামদ করে। আর বুদ্ধিমান শত্রুর থেকে অনেক...
Read more
Discussion about this post