জমি দখলকে কেন্দ্র করে পুলিশ জনতা সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলায়। জনতার আক্রমণে গুরুতর আহত এক মহিলা পুলিশ কর্মী। সূত্রের খবর, সোমবার পোখারিয়া গ্রামে আদিবাসীদের সঙ্গে নিয়ে একটি জমি দখল করে অতি বাম সংগঠনের কর্মীরা। জায়গাটি বাঁশ দিয়ে ঘেরাও করছিল নকশাল বাদিরা। প্রায় ২০০ লোক ছিল ওই দলে। খবর পেয়ে, গ্রামে গিয়ে পৌঁছয় পুলিশ। সেইসময় পুলিশ গিয়ে তাদের বাধা দেয়। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের উপরে চড়াও হয় নকশালবাদীরা। তির ও ধনুক নিয়ে তারা চড়াও হয়। একটি তির এসে লাগে এক মহিলা পুলিশ কর্মীর মুখে। সেই তির ঢুকে গিয়ে তাঁর খুলিতে আঘাত করে, বলে পুলিশ সূত্রে খবর। আহত, পুলিশ কর্মীর নাম নুসরত পারভিন। পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত সে। নুসরতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে বলে জানা গিয়েছে। অবস্থার অবনতি হলে, মঙ্গলবার নুসরতকে স্থানান্তরিত করা হয় পূর্ণিয়ার ম্যাক্স হাসপাতালে। আরারিয়া জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। বর্তমানে এলাকায় ১১২ ধারা জারি করা হয়েছে।
বাংলাদেশ শীঘ্রই সামরিক বাহিনী ক্ষমতা দখল করতে পারে , সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে অপসারণ করে ক্ষমতা গ্রহণের সম্ভাবনা...
Read more
Discussion about this post