রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্ন সভাঘরে বৈঠক হবে বলে জানা গিয়েছে। বৈঠকে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। রাজ্যের বাকি মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষরা ভারচুয়াল বৈঠকে অংশ নেবেন বলে নবান্ন সূত্রে খবর। রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল, ডিরেক্টরদের নিয়ে গত ১২ তারিখ বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই সময় আর জি কর আন্দোলনে উত্তাল ছিল রাজ্য। কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যভবনের সামনে চলছিল আন্দোলন। টালমাটাল পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা সামলাচ্ছিলেন সিনিয়র ডাক্তাররা। এমন পরিস্থিতি ১২ তারিখের বৈঠক বাতিল হয়।সূত্রের খবর, রোগী পরিষেবা থেকে হাসপাতালগুলির পরিকাঠামো এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে, কতটা এগিয়েছে ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের কাজ? এসব একাধিক বিষয় নিয়েই বৃহস্পতিবার নবান্নে আলোচনায় বসতে চাইছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে পরিস্থিতি অনেকটা শান্ত। কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। যদিও তাঁরা তাদের দাবি পুরাণ না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁদের ১০ দশার দাবির অন্যতম হল কর্মস্থলে নিরাপত্তা আর ভয় মুক্ত পরিবেশ। থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতির বিরুদ্ধেও সরব তাঁরা। এই বিষয় গুলি খতিয়ে দেখতেই বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা হতে পারে হাসপাতালের নিরাপত্তা নিয়েও বলে খবর নবান্ন সূত্রের।
বই প্রেমীদের জন্য দুঃসংবাদ। ২৮ বছর পর কলকাতা বইমেলায় নাও থাকতে পারে বাংলাদেশের প্যাভিলিয়ন। এমনই সম্ভাবনা তৈরি হয়েছে এবার। কারণ...
Read more
Discussion about this post