আগুনের গ্রাসে ১০ শিশু। উত্তরপ্রদেশের ঝাঁসিতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর পরিণতি হল। শুক্রবার ঝাঁসির একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৭ শিশুকে। ঝাঁসির ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুদের বিভাগেই আগুন লাগে। দমকলকর্মীদের ধারণা, শর্টসার্কিট থেকেই এই আগুন। কিন্তু প্রাথমিক তদন্তে উঠে আসছে, হাসপাতালের গাফিলতিতেই ঘটনাটি ঘটেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জনৈক নার্স অক্সিজেন সিলিন্ডারের পাইপের সঙ্গে সংযোগ করার জন্য একটি দেশলাই জ্বালিয়েছিলেন। দেশলাই জ্বলতেই পুরো ওয়ার্ডে আগুন লাগে। ওই ওয়ার্ডে মোট ৫৪ শিশু ভর্তি ছিল। ৪৪ জনকে উদ্ধার করা গেলেও ১০ জনের ‘ঝলসে’ মৃত্যু হয়েছে। ঘটনায় হাসপাতালের খারাপ অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বেসরকারি হাসপাতালে ভর্তি সদ্যোজাতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় মৃত শিশুদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডলে অখিলেশ যাদব লিখেছেন, ‘ঝাঁসি মেডিক্যাল কলেজে ১০ জন শিশুর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ও বহু শিশুর মৃত্যুর আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আগুন লেগেছে অক্সিজেন কনসেনট্রেটর থেকে। মেডিক্যাল ম্যানেজমেন্ট ও প্রশাসনের দায়িত্বে সরাসরি গাফিলতি কিংবা নিম্নমানের অক্সিজেন কনসেনট্রেটরের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য দায়ীদের সকলের কড়া শাস্তির দাবি জানাই।’
শুক্রবার সকালেই পুলিশের হাতে গ্রেফতার পুষ্পা ২ অভিনীত অভিনেতা আল্লু অর্জুন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা পুষ্পা ২-র প্রিমিয়ারে উপস্থিত এক...
Read more
Discussion about this post